আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্নিহিত আলো আঁধারি

পরিবর্তনের জন্য লেখালেখি

এক এক করে পরিচিত নামগুলো কাটা পড়ে নির্বাচিতদের তালিকা থেকে । ওরা সফল হয়ে উঠেছে প্রপঞ্চ মন্থনে । আমরা যারা এখনো মানুষ আছি চেটে চলেছি উন্নয়নবাদী পুঁজির তলপেট আমাদের আঙুল নিরবচ্ছিন্ন মর্ষকামী আর চোখগুলো আত্মস্থ ধ্যানী । ব্যক্তিগত ক্ষুধা বড় বেশি বৈজ্ঞানিক । জ্যা কিংবা যৌনমিতির মিতব্যয়ী সংঙ্গায় "সীমাবদ্ধ" আমাদের মানবিকতা ।

চেতনার সুজলা সুফলা মাঠগুলো চৈত্রবতী তেপান্তরের মতন। দারিদ্র মলিন। ধুলিময় । "হ্যাভ নট"রা চিরকাল পড়ে থাকে লালসার জঙ্ঘায় । কখনোই রাখে না ঠোঁট প্রতীক্ষিত শ্রেষ্ঠত্বের অধরে ।

তবু দগদগে ধমনীতে যদি আগুন দৌঁড়ায় - মাঝে মাঝে প্রান্তিকেরও ঝড় ওঠে বারুদ বক্ষে , মুখ তুলে একবার নীলের দেখা পেলে , উঠে এসো , বন্ধু , এসো অন্ধ ভুলে । মিলিত নখরে খামচে ধরি লোলুপ কাঁচুলী । আর একবার বুঝে নেই চোখে চোখ রাখার দুর্বিনীত অধিকার । এসো, একবার বদলে ফেলি অন্তর্নিহিত আলো আঁধার ! ঢাকা ২৭শে ডিসেম্বর ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.