আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি জীবন গড়ি - ১৭ / জুমু'আর দিন সংক্রান্ত - ৪

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

জুমু'আর দিন গোসল করা সংক্রান্ত । । । ।

আবূহুরায়রা আব্দুর রহ্‌মান ইবন সখর (রাঃ) বর্ণনা করেছেনঃ জুমু'আর দিন উমর বিন খাত্তাব (রাঃ) লোকদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন আর তখন উসমান ইবন আফফান (রাঃ) মসজিদে প্রবেশ করলেন। উমার (রাঃ) তখন তাঁকে উদ্দেশ্য করে বললেন, "কেন কিছু লোকেরা আজ়ান[১] হয়ে যাওয়ার পরে মসজিদে আসে?" উসমান (রাঃ) তখন বললেন, "আমীর আল-মু'মিনীন! আমি আজ়ান শোনামাত্র উজ়ু করে (মসজিদে) এসেছি। " উমার (রাঃ) বললেন, "শুধু উজ়ু? তুমি কি রসূলুল্লাহ্‌কে (সঃ) বলতে শোননি 'তোমাদের কেউ যখন জুমু'আর জন্য আসে সে যেন গোসল[২] করে আসে'"? [হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম উভয়েই সংকলন করেছেন। এখানে উদ্ধৃত করা হয়েছে ইমাম আল-মুনযিরীর "মুখতাসার সহীহ মুসলিম" নামক সংকলনের ইংরেজী ভার্সন থেকে। হাদীস নং ৪০৪] নোটঃ [১] রসূলুল্লাহ্‌ (সঃ), আবু-বকর (রাঃ) এবং উমার (রঃ) এর সময়ে জুমু'আর দিন একটা আজানই দেয়া হত।

আর তা হচ্ছে সেই আজান যা ইমাম খুতবা দিতে মিম্বরে উঠলে দেয়া হয়। এই আজানের পর মসজিদে আসলে আসার জন্য কোন সওয়াব হয়না। এখন যে আগে একটা আজান দেয়ার প্রচলন করা হয়েছে তা শুরূ হয়েছে উসমান (রাঃ) এর সময়ে। মুসলমানরা একটু বেশী ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে যাওয়ায় এই প্রথম আজান দেয়া হত মদীনার বাজারে লোকদের জুমু'আর ব্যাপারটা স্মরণ করিয়ে দেয়ার জন্য, মসজিদে নয়। [২] জুমু'আর দিনের গোসল ফরজ গোসলের মত করে ফজরের আগেই করার ব্যাপারে বিজ্ঞ আলেমগণ মতামত পেশ করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।