আমাদের কথা খুঁজে নিন

   

মানুষকে কখন শুয়োর বলে ?? যখন শুয়োরের মতোন কাজ কর্ম করে যেমন মইনুল [কোথায় কোন এয়াপোর্টে কি চুরি গেছে তার জন্য পদত্যাগ করতে হবে কেন?

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

মানুষকে কখন শুয়োর বলে ?? বলতে পারেন ?? যখন মানুষ আর মানুষ থাকে না শুয়োরের মতোন হয়ে যায় তখন তাকে শুয়োরের সাথে তুলনা করতে শুয়োর বলা হয় । শুয়োরের বাচ্চা এ বিষয়ে সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত গালি । কিন্তু সেই গালিটি দিতে পারছিনা কেননা তাতে করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেপথ্য যে মানুষের অনেক শ্রম আছে তাকে ছোট করা হয় ।

তবে সিংহের ঘরেও যে শুয়োর জন্মে তা তার উদাহরণ মইনুল । বাবা তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া কে সবাই চেনেন । তারঁ ভূমিকা আমাদের স্বাধীনতা পূববর্তী সময়ে কারো অজানা নয় । তার ছেলে হয়ে যখন দেশের সম্পদ হরণ কে বলে "কোথায় কোন এয়াপোর্টে কি চুরি গেছে তার জন্য পদত্যাগ করতে হবে কেন?" তখন তাকে শুয়োর ছাড়া আর কি বলা যায় । শুয়োর গু গু খেতে খেতে পাহাড়ী এলাকায় দেখা যায় আনি খোলা জায়গায় মল ত্যাগ করলে সে তার মুখ দিয়ে আপনার পাছা চেটে দিবে ।

আর মইনুল শুয়োরের মতন সেই সব যুদ্ধাপরাধীদের পাছা চাটা শুরু করছে অনেক আগে । আর এখন শুরু করছে শুয়োরের মতন কথাবার্তা । এই শুয়োরকে শুধু শুয়োর বলে রাগ কমছে না ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.