আমাদের কথা খুঁজে নিন

   

বিষ্ণু মূর্তি হারিয়ে যাওয়ার সাথে ,পদত্যাগের প্রশংসা কেন?

এই ব্লগের সব লেখা কপিরাইট সংরক্ষিত

সম্প্রতি দুটো মূর্তি হারিয়েছে। হারিয়েছে না বলে চুরি হয়েছে বললে সঠিক বলা হয়। এ বিষয়টি নিয়ে লিখছি কারন আমার মনে হয়েছে আমরা কিছু বিষয় উপেক্ষা করছি। ১. পূরাকীর্তি যাবে ফ্রান্সে । গিমে যাদুঘরে।

এটা নাকি একটি সরকারী প্রতিষ্ঠান। চুক্তিটি হয়েছিল গত সরকারের সময়। এটিকে বাতিল করতে অনুরোধ করেছিলেন অনেকে। কানে নেননি সেসব কথা বর্তমান সরকারের উচ্চপদস্থ কর্তারা। এটা কেমন কথা ? গত সরকারের বহু কাজ নিয়ে শত সমালোচনা থাকার পরও এমন একটি হঠকারী কাজ করা হলো কেন? কেন এখন চোর পালানোর পর বুদ্ধি বাড়িয়ে ১৫ সদস্যের কমিটি তদন্ত করছে ? কেন আগে এরকম একটা কমিটি তৈরী করা গেল না? ২. চোরের মতো ঈদের দিন কেন এসব মালামাল বিমান বন্দরে পাঠাতে হবে।

এমনিতে সরকারী কর্তারা অফিস খোলা থাকলেও কাজ করতে চান না, আর ছুটির মধ্যে কাজ করতে তাদের এতো আগ্রহ? ৩. হোমবাউন্ড কুরিয়ার প্যাক করেছে এসব অমূল্য সম্পদ। তাদের একাজে পূর্ব অভিজ্ঞতা আছে? ৪. ৪ জন পুলিশ সাথে ছিল বিমান বন্দর পর্যন্ত পাহারা দিতে। এতো ভাগ্য যে সবগুলো মূর্তি ডাকাতি হয়ে যায় নি। ৫. রাতে একজন সরকারী কর্তা অনুমতি দিয়েছেন পুলিশ পাহারা সরিয়ে নিতে। কেন? ৬. বীমা হতে পারে এমন কিছুর, যা নষ্ট বা ধ্বংস হলে সেটা টাকা দিয়ে আবার কেনা যায়।

অথবা জীবন বীমা, কেউ মরে গেলে তার সন্তান সংসারের টিকে থাকার সহায় হিসেবে। এই পূরাকীর্তিগুলি কি টাকা দিয়ে আবার কেনা বা বানানো যাবে? কি হাস্যকর যে চুরি হয়ে যাওয়া মূর্তিগুলির বীমামূল্য নাকি মাত্র ৬৫ লাখ টাকা? ৭. পদত্যাগী উপদেষ্টার প্রশংসা করছেন অনেকে। আমি সেটি করতে পারছি না। এটি হারানোর নৈতিক দায়িত্ত্ব তিনি নিয়েছেন এটা ভালো ঠিক আছে, তবে তার উচিত ছিল ক্ষমা চাওয়া, তারপর এগুলো উদ্ধারের জন্য চেষ্টা করা এবং ব্যর্থ হলে পদত্যাগ করা। কারো ত্রুটির জন্য রাষ্ট্রের অর্থনৈতিক বা প্রত্নতাত্ত্বিক সম্পদের ক্ষতি হলে শুধু পদত্যাগ? যদি বেশী দামে রাষ্ট্রীয় বন্দরের দায় বেসরকারী প্রতিষ্ঠানকে দেবার জন্য দূর্নীতির মামলা হয় তবে এটাও কি দূর্নীতি নয়? ৮. শত শত বিশিষ্ট নাগরিক বারবার বলবার পরও এমন কান্ড ঘটালেন যারা, তাদের কি কোন সিম্বলিক শাস্তিও হবে না? ৯. উদ্ধত বক্তব্য দেবার পর ফরাসী রাষ্ট্রদূতকে ডেকে র্ভৎসনা করা উচিত ছিল।

সেটাও করেনি পররাষ্ট্র দপ্তর। ১০. আর কি বলবো? ভাঙ্গা মূর্তি নাকি পাওয়া গেছে! আসুন আমরা সেগুলো দিয়ে কুতকুত খেলি। এভাবে আমাদের সম্পদ নিয়ে ছিনিমিনি খেললে একদিন যাদুঘরে কুতকুত খেলা ছাড়া আর কি করা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।