আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-৩

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-২ এর পর থেকে।

৪১) মূর্খ সে, যার অন্তরে আল্লাহর কালামের কালো দাগ পর্যন্ত নেই-সে যেন একটি খুঁটিবিহীন উজার গৃহ। ৪২) মোমেনের লক্ষণ তিনটি ঃ সত্য বলা, আমানত রক্ষা এবং ওয়াদা রক্ষা করা। ৪৩) পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধাংশ। ৪৪) দুনিয়াতে সবসময় যে ব্যক্তি পেট ভরে খায়, সে আখিরাতের জীবনে ভুখা থাকবে। ৪৫) ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ।

৪৬) যে ব্যক্তি কোন ওয়ারিসকে তার ওয়ারিসী অধিকার থেকে বঞ্চিত করে, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তাকে বেহেশতের ওয়ারিশী থেকে বঞ্চিত করবেন। ৪৭) যে ব্যক্তি বিশ্বাস করে তোমার কাছে আমানত রেখেছে, তুমি তার আমানত ফিরিয়ে দাও আর যে তোমার খিয়ানত করেছে তুমি তার খিয়ানত করো না। ৪৮) যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়, তার সকল গুনাহই মাফ করে দেয়া হবে। তবে দেনার ব্যাপারটা মাফ করা হবে না। ৪৯) প্রত্যেকটা ধার কর্জই সদকা।

৫০) সর্বোত্তম রোজগার হল, আল্লাহর পছনন্দনীয় তরীকায় ব্যবসা করা এবং গায়ে খেটে উপার্জন করা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.