আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসের চিরকুট



সময়ের ভেলায় ভাসতে ভাসতে শেষ পর্যন্ত বিদেশ বিভুঁইয়ে এসে ঠাঁই হলো। জীবন এসে স্থির হলো আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে। কিন্তু দেশের জন্য মনটা থাকে বড্ডো অস্থির। বিদেশের মাটিতে আঁকড়ে পরে থাকা দেহ মন খুঁজে বেড়ায় একখন্ড স্বদেশকে। সচল জীবনের ব্যস্ততায় হাতে ধরা ব্ল্যাকবেরীর পর্দায় দেশের খবরের শিরোনামগুলো পড়ে মন আনন্দ-বেদনায় উদ্বেলিত হয়ে উঠে।

কর্মচঞ্চল প্রাত্যাহিকতার শেষে প্রতি সন্ধ্যায় এনটিভি, চ্যানেল আই, আর এটিএন বাংলার সৌজন্যে ফিরে আসি বাংলাদেশে। কে বলে থাকি প্রবাসে? আমি থাকি স্বদেশে। আমার বাংলাদেশ বাস করে আমার অন্তরঙ্গ ভাবনার চৌহদ্দিতে। প্রবাসের চিরকুট সাজাব আমার এখানকার জীবনের খন্ড খন্ড চিত্র দিয়ে। অফিস, বাসা, ছেলেমেয়ে, আর বন্ধুবান্ধবদের নিয়ে এখানকার জীবন বড্ডো সচল ও সরব।

প্রবাবহমান জীবনের ঘটমান দিনগুলো রঙিন হয়ে উঠবে আমার ব্লগের পাতায়। ভাল লাগা আর খারাপ লাগার মূহুর্ত্বগুলো সচল সজীব হয়ে উঠবে কীবোর্ডের সৌজন্যে। লিখতে পারি না আর লিখি না বলে কোন অভিযোগ আর চলবে না। যা পারি, তাই তুলে দেব। তাতে আপনাদের অংশগ্রহণকে স্বাগত জানাব।

আপনাদের স্বাগত জানাই প্রবাসের চিরকুটে। ধন্যবাদ। ওয়াশিংটন ডিসি, ডিসেম্বর ২৫, ২০০৭ দুপোর ১২:২৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।