আমাদের কথা খুঁজে নিন

   

কুরবানীর বিশেষ চুটকি

www.cameraman-blog.com/

ঘটনা সত্যি। ঘটেছে আমার খালুর বাসায়। ঈদের দু'দিন আগে খালুর বাসায় কুরবানীর গরু কিনে আনা হয়েছে। খালুর ছোট ছোট নাতি-নাতনীরা প্রবল উৎসাহ নিয়ে সেটা পর্যবেক্ষণ করছে। খালুও দো'তলা নেমে এলেন তাদের আনন্দে সামিল হতে।

খালু এরমধ্যে বাসার দারোয়ান কে ডেকে বললেন - "গরু আনলা, গরুর খাবার তো কিছু আনো নাই। যাও ভূষি কিনা আনো। " তার কথা শেষ হওয়ার আগেই তার এক নাতনী বলে উঠলো - "নানা ! ভূষি আনা লাগবেনা। আব্বার কাছে আছে তো। আব্বা তো ডেইলিই খায়।

" একথা শুনে তো খালুর ভিরমী খাওয়ার অবস্থা। এত দেখে-শুনে মেয়েকে ডেন্টিস্ট এর কাছে বিয়ে দিলেন। আর সে কিনা ভূষি খায়। ডাইল খেলেও কথা ছিল। লোকজনকে অন্তত বলা যেত - জামাই বরবাদ হয়ে গেছে।

কিন্তু ভূষি খায় এটা পাবলিকরে কিভাবে বলবেন। মেয়েকে ডেকে এনে ভয়ে ভয়ে প্রশ্ন করলেন - "হ্যারে, জামাই নাকি আজকাল ভূষি খায় ?" বাবার এহেন প্রশ্নবাণে মেয়েতো একেবারে বাক্যহারা। বাবা এরমধ্যে বয়ান করা শুরু করেছেন তার প্রশ্নের হেতু। তার কথা শেষ হওয়ার আগেই শুরু হলো মেয়ের হাসি। সে হাসি আর থামতেই চায়না।

হাসতে হাসতেই কোনরকমে বলল - "বাবা তোমাদের জামাই এর পেটটা ক্লিয়ার হচ্ছেনা ঠিকমতো। তাই ডেইলি ইসবগুলের ভূষি'র শরবত খায়। " ছবি : কেরানীগঞ্জের ভাওয়াল থেকে তোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.