আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর সেক্যুলারিজমহীনতার প্রমাণ!

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

সম্মানিত একজন ইসলামভাবাপন্থী ব্লগার একটি মহামুল্যবান পোষ্ট রিলিজ করেছেনঃ ব্যক্তিগত জীবনে শেখ মুজিব সেক্যুলার ছিলেন কি? সেই পোষ্টের মুলভাব হলো বঙ্গবন্ধু সেক্যুলার ছিলেন না। তো কেন মহান ব্লগারের মনে হলো তিনি সেক্যুলার ছিলেন না? পোষ্ট পড়ে যা বোঝা গেল তা মোটামুটি এরকমঃ * তিনি ৭ই মার্চের ভাষনের ইনশাল্লাহ বলেছেন * তিনি পড়াশোনা করেছেন ইসলামিয়া কলেজে * ১৯৭৩ সালে ইসলামিক একাডেমিকে পুনর্জীবিত করেন * মদ তৈরি ও বিক্রী করা নিষিদ্ধ ঘোষনা করেন * তিনি জুয়া খেলা নিষিদ্ধ করেন * বাংলাদেশ ওআইসি এবং ইসলামিক ডেভেলোপমেন্ট ব্যাংকের সদস্যপদের জন্য আবেদন করে * ১৯৭৪ সালের দিকে দেশে বিভিন্ন জনসভায়-ভাষনে ইসলামিক স্লোগান, ইসলামি সম্ভাষন কিংবা ইসলামিক আইডলোজির উল্লেখ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে আমার খুব জানতে ইচ্ছে করে, সম্মানিত ব্লগার কি জানেন যে ইনশাল্লাহ বলাটা বাঙ্গালী মুসলমানদের প্রাত্যহিক জীবনে ঢুকে গেছে। বিশেষত পাকিস্তান আমলে এরকম আরো অনেক টার্ম বাংলা ভাষায় জোর করে ঢুকিয়ে ভেতো বাঙ্গালীদেরকে সাচ্চা মুসলমান বানানোর কি অদ্ভূত চেষ্টা চলেছে! যাই হোক, বাংলাদেশে হিন্দুরাও মুসলমানকে দেখলে সালাম দেয়। তো কি হলো, তারা কি মুসলমান হয়ে গেছে? বঙ্গবন্ধু ইনশাল্লাহ বলে দোষ তার রাজনৈতিক নীতিতে কি পরিবর্তন করলেন এটা অধমের বোধগোম্য হলো না! তিনি পড়েছেন ইসলামিয়া কলেজে! এ সম্পর্কে আমার মনে সন্দেহ জাগছে ব্লগার ভদ্রলোক কি শিক্ষিত না আধাশিক্ষিত? মিশনারী স্কুলে বা কলেজে একজন মুসলমান পড়লেই কি সে খ্রীস্টান হয়ে যায়, না তার জাত-ধর্ম যায়? তিনি ইসলামিক একাডেমিকে পুনর্জীবিত করেন। সেক্যুলার একজন রাষ্ট্রপ্রধানের তো তাই করার কথা, দেশের সব মানুষের ধর্ম পালনের ব্যবস্থা এবং নিরাপত্তা বিধান করা।

অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য তিনি কি কি করেছিলেন তার লিস্টি কি আছে আপনার কাছে, জনাব ব্লগার? তিনি মদ তৈরী-বিক্রি এবং জুয়া খেলা বন্ধ করেন। আরে এতে সেক্যুলারিজম গেল কিভাবে!? এদেশে মূল সম্প্রদায় হলো মুসলিম আর হিন্দু। আর উভয় ধর্মেই মদ নিষিদ্ধ। এদেশের সামাজিক অনুশাসনও এসব সাপোর্ট করে না। সেক্যুলারিজমে কেমন করে টান পরলো? তার আমলে বাংলাদেশ ওআইসি ও আইডিবি'র সদস্যপদের আবেদন করে।

তো কি করবে হিন্দু ডেভেলপমেন্ট ব্যাংক খুঁজবে? ৮৭% মানুষই তো মুসলমান! আবার সেই একই কথা! * ১৯৭৪ সালের দিকে দেশে বিভিন্ন জনসভায়-ভাষনে ইসলামিক স্লোগান, ইসলামি সম্ভাষন কিংবা ইসলামিক আইডলোজির উল্লেখ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে ---- অনেক তো হলো এবার না হয় একটু সোর্স দেন জনাব! ৭৪ এ কোন আইডোলজীর উত্থান হচ্ছিল, আমরাও একটু জেনে ধন্য হই। ফাওয়ের উপর আর কত? এখনও কি আপনার কাছে বাংলাদেশ না-মঞ্জুর? চাঁদ-তারা মার্কা দেখে বুক জুড়ানোর জন্য কি দিল কেঁদে মরে? আহারে! আচ্ছা আপনার কি মনে আছে আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ? সেই 'মুসলিম' শব্দ গেল কই? কে বাদ দিল? বঙ্গবন্ধুর সেক্যুলারিজম বুঝতে হলে আপনাকে যে এক জনমের জ্ঞান ঝুলিতে রেখেই আরেকবার জন্মাতে হবে তা কি বোঝেন না? কেউ কি বলেও দেয় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.