আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ অগ্নি নীল দ্যুতি

/

চাই আমি এভাবেই। সমাপ্তি ও শুরুতে - স্বপ্নের মিশেলে বাস্তবতাকে পরাবাস্তবতায় মিশিয়ে নিখাদ সত্যকে নিয়ে সুখযাপন দুঃখযাপন - যাকে বলে অনুভূতিযাপন তার মধ্য দিয়ে শব্দের প্রবাহমানতায় আমার উৎসব। ক্লান্ত নির্দ্দিষ্ট বিন্দুতে অবিরাম পরিভ্রমনে। যেখানে চক্রচ্যুত সেখানে নিখিলসম ব্যপ্ততা। দৈনন্দিতার বিধিলিপি মানি না।

হরিবোল, হট্টগোল, ডামাডোলের পেন্ডুলাম হামেশা বাজুক। আসুক ভয়ংকর রোদন পীড়ন তাপন দহন। যেতে যেতে দাহ্য হই, পীড়িত হই,ব্যথিত হই আর চিনে নেই। হাহাকারে যন্ত্রনা ? এসো খেলি। তীব্র হতাশা ? এসো খেলি।

আশ্রিত হই দিকভ্রষ্ট গোলকধাঁধায়। কারণ সেটা তখন খেলা। জটিলতার রসায়ন থেকে বিন্দু বিন্দু কণায় খুলে ফেলবার আনন্দ। আমি বলতে পারি আমি তোমারে চিনি। আমারে চেন? দেখ এই আমি কে।

তোমার অবগুন্ঠন আমি খুলে ফেলেছি এবার আমারে খোল হাজারো বর্ণচিত্রে অংকিত রূপশ্রী অক্ষরমালা। বর্ণতে দ্যুতিতে নৈসর্গিক বর্ণমালা। আমারে পড়। রসময় সম্ভারে মানবিক ক্ষুধায় চিঁড়ে নাও প্রতিটি স্তবক খুলে খাও, শুষে নেও, তোমাদের মুগ্ধ রসাস্বাদনেই আমার উৎসব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।