আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিতদের বলছি: আমদের সরলতাকে দূর্বলতা ভবিস না। সাবধান

পা

৭১,এ পাকিষ্তানি হানদারদের সাথে আমরা ,একসাথে পরাজিত করেছি এই দেশীয় দালালদের(রাজাকার,আলবদর,আলসামস)। তাই আমরা হলাম জয়ী এবং তার পরাজিত। এটা শুধু আমাদের জয় নয় এটা ছিল মিথ্যের বিড়ুদ্বে সত্যের জয়। আর কেউ যদি বলেন এটা ধর্ম যুদ্ব ছিল তা হলে আমি বলব এটা ছিল ইসলামের বেসধারী শয়তানের সাথে সত্যিকার ইসলামের জয়,যদিও এটা কুন ধর্ম যুদ্ব ছিল না। সেই পাকিস্তানি পরাজিতদের আমরা ক্ষমা করে দিলাম এবং তাদেরকে তাদের দেশেও পাঠিয়ে দিলাম।

এবং সে সেই সাথে বিভিন্ন কারনে এই দেশিয় পরাজিত দালালরা আমাদের রাজনিতী বিদদের ভুলে বিচারের হাত থেকে বেচে যায় এবং জামাত, শিবীর দল নিয়ে ইসলামের নামে রাজনিতী করে। কিণ্তু আমরা দেশের জনগন সরল মনে তাদের সেই সুযুগ দেই,কিন্তু তারা সেই পরাজিত সক্তি রা আমাদের সরলতা কে আমাদের দুর্বলতা ভেবে বসে এবং আমাদের দেশের বিরুদ্বে কথা বলে এবং ইসলামের ভুল বেখ্যা দিতে থাকে । কিণ্তু তারা জানে না আমরা বাংগালীরা কি জিনিস আমরা আমাদের দেশ এবং আমাদের ধর্মকে রক্ষার জন্য সব করতে পারি। পরাজিতরা(শিবীর)গর্ব করে বলে তাদের দলে অনেক মেধাবী আছে কিন্তু তার কি জানে না ফেরাউন,রাবন এরাও অনেক জ্ঞানী ছিল কিণ্তু সত্যের কাছে সবসময় মিথ্যার পরাজয় ঘটেছে,ভবিষ্যতে ও ঘটবে। সেই পরাজিতদের(শিবীর) বলছি আস আমাদের কাছে কর চেলেন্জ আমাদের যে কোন বিষয়ে , বরাবরের মত এবারো তোদের পরাজিত করি।

তোদের আর কি বলব তোরা ত পরজিত আর সবসময় যুগে যুগে তোরা হবি পরাজিত কারন আল্লা অবশ্যই অভিসপ্তদের সাহায্য করেন না। আমার মাঝে মাঝে অবাক লাগে তোরা(শিবীরের নতুন সাথী) জেনে শুনে কেন পরাজিতদের সাথে যোগ দিস?তোরা নিজেদের সাচ্ছা মুসলিম মনে করিস কিন্তু ইসলাম সম্বন্ধে আমরা(সাধারন মুসলিম যাদের কাছে বেহেসত থেকে আল্লার প্রতি প্রেম বড়) তোদের থেকে বেসি পড়াশুনা করি,আর অন্যান্য ক্ষেত্রেও আমরা তোদের থেকেও জ্ঞনীতারপরেও তোরা কিসের বড়াই করস ,কেন মিথ্যে বকস। তোরা পরজিত গুষ্টি ,তোদের থাকতে পারে অনেক টাক,অনেক শক্তি,অনেক কত বুদ্বি কিন্তু তোরা যুগে যুগে পরাজিত হবি আমাদের কাছে যেমনটা হয়েছিলি ৭১ এ কারন আমাদের সাথে আছেন "রম করুনাময় আল্লাহ তায়ালা"। কেননা তিনি নিস্থুই সর্বদা সত্যের পক্ষের মানুষদের সাহায্য করেন। তাই আবার বলছি তোরা(পরাজিতরা) সাবধান হ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।