আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গল গ্রহের অভিযাত্রী

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

মঙ্গল গ্রহের অভিযাত্রীরা সবেমাত্র তাদের অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে, সাংবাদিকেরা তাদের কাছে জানতে চাইল মঙ্গল গ্রহের বাসিন্দারা দেখতে কেমন? অভিযাত্রীরা ভরশূন্য পরিবেশে থেকে খানিকটা বিভ্রান্ত। তাই তাদের উত্তরগুলো ছিল খানিকটা গোলমেলে। সাংবাদিকরা তার মাথামুন্ড কিছু বুঝতে পারল না। দেখা যাক, এইখানে কে বুঝতে পারে কি না? অভিযাত্রীরা বলেছিল: এটা সত্য নয় যে মঙ্গল গ্রহের বাসিন্দারা সবুজ হলে হয় তাদের তিনটি মাথা রয়েছে, না হয় তারা আকাশে উড়তে পারে না- যদি না এটি সত্যি হয় যে তারা সবুজ কেবল এবং কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে এবং তাদের তিনটি মাথা থাকে না? ধরে নেয়া যাক, মঙ্গল গ্রহের বাসিন্দারা দেখতে একই রকম এবং তিনটি বৈশিষ্ট্যের কমপক্ষে একটি বৈশিষ্ট আছে। প্রশ্ন হলো: মঙ্গল গ্রহের বাসিন্দাদের কি তিনটি মাথা আছে? তারা কি সবুজ? তারা কি উড়তে পারে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।