আমাদের কথা খুঁজে নিন

   

রম্যগল্প (স্মার্ট)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

একদিন দুই বন্ধু সাগরে গেলো জেলেদের সাথে মাছ ধরতে।

সেই জালে আটকা পড়লো এক জলকুমারী। জলকুমারী তাদেরকে বললো, তোমরা আমাকে মুক্ত করে দাও। তোমাদের একটা ইচ্ছা আমি পূর্ণ করবো। তারা জলকুমারীকে মুক্ত করে দিলে জলকুমারী তাদের মনোবাসনা জানতে চাইলো। প্রথম জন বললো, আমি মহাস্মার্ট হতে চাই।

জলকুমারী বললো, তুমি তো স্মার্ট আছোই। প্রথম জন বললো, আমি আরো দশগুন স্মার্ট হতে চাই। জলকুমারী তাকে দশগুন স্মার্ট বানিয়ে দিলো। দ্বিতীয় জন বন্ধুর এই অবস্থা দর্শনে উত্তেজিত হয়ে পড়ল। সে জলকুমারীকে বললো, আমি আমার বন্ধুর চেয়ে একশগুন স্মার্ট হতে চাই।

জলকুমারী বললো, এটা কিন্তু বিপদজনক। তুমি আবার ভেবে দেখো। দ্বিতীয় জন বললো, ভাবাভাবির কিছু নাই, তুমি আমাকে একশ গুন স্মার্ট করে দাও। জলকুমারী, তথাস্তু বলতেই দ্বিতীয়জন একটা মেয়েতে রূপান্তরিত হয়ে গেলো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.