আমাদের কথা খুঁজে নিন

   

হুঁশিয়ার, সাবধান! তোমরা বাঘ দেখেছ, গর্জন শুননি; তোমরা ডান্ডা দেখেছ কিন্তু ডলা খাও নি!

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

পোস্টটা গতকাল দিয়েছিলাম। কিন্তু ভুলক্রমে গ্রুপে চলে গিয়েছিল। কিন্তু অচেনা বাঙালি, মনের কথা আর মদনবাবুর দাবীর মুখে রিপোস্ট করলাম মূল ব্লগে! আমাদের ধৈর্য্যর একটা সীমা আছে। এই সীমা অতিক্রম হওয়ার আগ পর্যন্ত সাধারণত আমরা চুপচাপ থাকি, তেমন উচ্চবাচ্য করি না। কিন্তু যখনই এই সীমা অতিক্রম করে, তখন আর বাধ মানে না।

সব ধ্বংস করে ফেলি। যার উপর ক্রোধ হয়, ঠাপায়া তার চামড়া চুমড়া তুলে ফেলি! তাদের প্রতি আমাদের একটাই বাণী, "তোমরা বাঘ দেখেছ, কিন্তু বাঘের গজর্ন শুননি! তোমরা ডান্ডা দেখেছ কিন্তু এর বাড়ি খাওনি!" (খাইয়ালামু) এই ব্লগে একজন মহান ব্যজিত্ব আছেন! তাঁর যদি গুনের বর্ণনা শুরু করি তাহলে আমার কীবোর্ড ক্ষয় হয়ে যাবে, কিন্তু তাঁর গুণ শেষ হবে না। তাঁর গুণের সামন্য কিছু বর্ণনা এই অধমের লেখায় পাবেন, "ভাইজান" কিছুদিন ধরেই তাঁর উপর কে বা কারা হুমকি দিয়ে আসছেন, তাঁর জীবনের উপর হুমকি, এমনকি তাঁর গীটারের তারতুর ছিঁরে ফেলার হুমকিও অনবরত দিয়ে যাচ্ছে। এই হুমকির মুখে তিনি এখন ভয়ে আছেন, আতংকে আছেন, এমনকি পরকালের চিন্তাও করা শুরু করে দিয়েছেন! এসব শেষ হতে না হতেই এক খাইসটা গে, তাঁর উপর সর্বশেষ আঘাত হেনেছে! দিয়েছে!সে তাকে গদ্ধপ বলে গালি দিছে আজ এখন থেকে, কেলাবের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আর কোন খাইসটা গে যদি ভাইজানকে এসব খারাপ কথা বলে তাহলে আমরা তাকে ভাইয়ে বেজী দিয়া এমন "...ডলা" দিমু...., সেটা শেষ না হইতেই ভাইয়ের উট...., সেটা শেষ না হইতেই ভাইয়ের চানগেলাস দিয়া এমন দে'য়া দিমু..... যে সে জীবনেও আর গে গিরি করতার্বোনা! শেষ করার আগে আবারো মনে করিয়ে দিই, "তোমরা বাঘ দেখেছ, কিন্তু বাঘের গজর্ন শুননি! তোমরা ডান্ডা দেখেছ কিন্তু এর বাড়ি খাওনি!" নূরাণী চশমিশ ফ্যানকেলাবের জয় হউক! "এন কেলাব জেন্দা বাদ!" অন্যরকম বলেছেন : ২০০৭-১২-১১ ১৭:০৮:৪৪ য়্যালার্ম ভাইয়ের কিছু হলে লাগবে আগুন গে এর ুন্দে! অচেনা বাঙালি বলেছেন : ২০০৭-১২-১১ ১৭:১৫:১৪ ফাটাফাটি হইছে। য়্যালার্ম ভাইরে অপমান! দেখুম সে কতবড় সেয়ান।

মনের কথা বলেছেন : ২০০৭-১২-১১ ১৭:১৬:১১ মডারেটর তাকে তাকে ছিল যে কখন তুমি পোষ্ট টা মারো। আর নাইলে উপরা ডাইনপাশে বাঁধভাঙ্গার আওয়াজে কিলিক করো নাই। @অনু *মহান য়্যালার্ম ভাইয়ের জয় হোক* প্রশ্নোত্তর বলেছেন : ২০০৭-১২-১১ ১৭:১৬:২৪ তোমরা বাঘ দেখেছ, কিন্তু বাঘের গজর্ন শুননি! - উহুহু...ভালো লাগে না "তোমরা বাঘের গর্জন শুনেছ, কিন্তু বাঘ দেখোনি! - এইটা বেশি বালা লাগে! অন্যরকম বলেছেন : ২০০৭-১২-১১ ১৭:৩৬:২৭ 'এন' কেলাব জেন্দাবাদ! মহান য়্যালার্ম ভাইয়ের জয় হোক! ঠ্যাংকু @ অচু, মকু, প্রশ্নু! "তোমরা বাঘের গর্জন শুনেছ, কিন্তু বাঘ দেখোনি----- হোকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.