আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের পথে এক পা এগুলো জর্ডান

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে এবার লাতিন আমেরিকা অঞ্চলের পঞ্চম দলটির বিপক্ষে প্লে-অফ খেলতে হবে।
প্রথম লেগের মতো ফিরতি লেগও ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের বাড়তি সে লড়াইয়ে দু’পক্ষই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যাতে ৮-৭ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে জর্ডান।
উজবেকিস্তানও কখনও বিশ্বকাপে খেলার সুযোগ পাইনি। তবে মঙ্গলবার ঘরের মাঠ পাখতাকোর মার্কাজি স্টেডিয়ামে পঞ্চম মিনিটে ডিফেন্ডার আনজুর স্তাইলভের গোলে এগিয়ে গিয়ে ব্রাজিল যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল তারা। তবে প্রথমার্ধ শেষের তিন মিনিট বাকি থাকতে মিডফিল্ডার সাইদ আল মুরজানের গোলে সমতায় ফেরে অতিথিরা।
এর আগে বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অর্জন করেছিল জর্ডান। আর ১৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থান পায় উজবেকিস্তান।
এশিয়া অঞ্চল থেকে এরই মধ্যে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ইরান ও দক্ষিণ কোরিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.