আমাদের কথা খুঁজে নিন

   

কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ।পর্ব ২

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

আজ হলো আমার দ্বিতীয় পর্ব। আজকে আলোচনা করব নেপালের মাওবাদী সন্ত্রাসী সংগঠন নিয়ে। কম্যুনিষ্ট পার্টি অফ নেপালের মাওবাদী গ্রুপ এটি। প্রচন্ড ও বাবুরাম ভট্ররাই মিলে February 13, 1996 তারিখের এই দিনে এরা ঘোষনা করে পিপল'স ওয়ার ইন নেপাল।

তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে মাওসেতুংয়ের সেই দর্শন "বন্দুকের নলই হল ক্ষমতার উত্তস"। এরা প্রেরনা পায় Revolutionary Internationalist Movement থেকে। এবং পেরুর বাম চরমপন্থী দল the Sendero Luminoso বা আলোর পথ থেকে। পৃথিবীর চরমপন্থী দল গুলোকে এরা আদর্শ হিসেবে গ্রহন করে। এরা শুধুমাত্র ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২৪৬জন নিরিহ মানুষকে হত্যা করে।

আর নেপালের সিকিউরিটি গ্রুপের লোকজনতো অগনিত। তথ্য সূত্র দেখুন এখানে। এটা তো গেল ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত। এদের আরও হিংস্র সন্ত্রাসী আক্রমনের চিত্রের ডাটা শিট দেখুন এখানে। মাওবাদীদের সন্ত্রাসী আক্রমন।

মাওবাদীদের হিংস্র সন্ত্রাসী আক্রমন। এবার নজর দেওয়া যাক ভারতের দিকে। ভারতের সরকারের তথ্য অনুযায়ী এরা ভারতের প্রায় ১৬০ জেলায় এদের কার্যক্রম চালায়। মানে, ভারতের প্রায় তিনভাগের এক ভাগে এদের অপারেশন চলে। এরা হল কম্যুনিষ্ট পার্টি অফ ইন্ডিয়ার মাওবাদিরা।

জায়গা গুলো হল অন্ধ্র প্রদেশ,জাড়খন্ড,মহারাষ্ট্র,কারনাটেকা,চন্দিগড়শ আরও অনেক। এরা প্রায় প্রতিদিন ভারতের এখানে ওখানে হামলা চালিয়ে যাচ্ছে আর নিরিহ মানুষের জান ও মালের ক্ষতি করে যাচ্ছে। এরা ভারতের অস্তিত্বের জন্য অনেক বড় হুমকি। এখানে ওদের সন্ত্রাসী হামলার তথ্য দেখুন আমার সামনের পর্বে থাকবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রনায়ের তথ্য অনুযায়ী বিভিন্ন প্রদেশে নকশালপন্থীদের সন্ত্রাসী আক্রমনের অজানা কাহিনী। এজন্য আমি পরমকরুময় আল্লাহর কাছে শোকরিয়া দেই বাংলাদেশে এদের সংখ্যা কম।

কিছু ভুয়া পোষ্ট লিখে সামহয়্যারইন ও সচলায়তনকে সচল রাখে। আর কিছু পত্রিকায় কলাম লিখে বুদ্বীজিবী সেজে জীবিকা চালায়। এরা জন বিচ্ছিন্ন কারন এরা নিজেদের বেশী জ্ঞানী মনে করে তাই। (চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.