আমাদের কথা খুঁজে নিন

   

শর্টকাট টেকনিক,কপি করে পেস্ট করে দিন

মম অন্তর করো প্রসারিত , হৃদয় করো মোর উচ্ছ্বসিত , মনকে করো সুসমমণ্ডিত আজ নিউজ ফিডে(ফেসবুক) দেখি একজন চরম একটা স্ট্যাটাস দিছে।কিন্তু মনে হল সে কপি পেস্ট করছে।তাই সার্চ দিলাম গুগলে।দেখি পেয়ে গেছি। কিছু ওয়েবসাইট আছে যেখানে সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয়া থাকে ফেসবুক ইউজারদের জন্য,অনেকে সেগুলো কপি করে পোস্ট করে। আরেকদিন দেখি আমাদের ভার্সিটির এক গ্রুপের পোস্ট একজন কপি করে অন্য জায়গায় দিয়েছে,শেষে সংগ্রহ বা কিছুই লেখে নি,যেন সবাই ভাবে সেই লিখেছে। এই কপি পেস্ট শুধু ফেসবুকেই সীমাবদ্ধ নয়,দেশে অনেক গবেষক আছেন যারা চীন বা জাপানের পেপার কপি করে পেপার পাবলিশ করেন। আবার অনেক সাংবাদিক আছেন যারা ব্লগারদের ব্লগ কপি করেন। যারা কপি করেন তাদের মাঝেও হয়ত প্রতিভা থাকতে পারে,কিন্তু কপি পেস্ট করার বাজে অভ্যাস তাদের তাদের প্রতিভাকে আলোর মুখ দেখতে দেয় না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।