আমাদের কথা খুঁজে নিন

   

নিধিরামের সত্য কথন-১২ ( মোহাম্নদ নিধিরাম)



ছাগল আর রামছাগল, বাংলাদেশ থেকে অষ্ট্রেলিয়া। ছাগানুভূতিতে আঘাত, ধর্মান্ধদের ছাগাম্মাদনা, সাধারন মানুষের কষ্ট , ছাগলের ছাগলামি,ছাগলের ন্যাচারাল লাদি। চক্রাকারে চলছেই। আমার লেখার উদ্দেশ্য ছাগানুভূতীতে আঘাত হানে কি হানে না অথবা এতে ছাগলদের লাদি কমে যায় কি যায় না, সেটা নয়। লেখার ‌উদ্দেশ্য , যারা লাদেন তারা কি আন-ন্যাচারাল ভাবে লাদেন !! ভ্যাটিকানের পোপ যখন তার ব্যাক্তিগত অভিমত ভলেন (ছাগলের ব্যক্তিগত মতামত) তখন কি মনে হয় কি উনি ভুলে গিয়েছিলেন তার বক্তব্য ছাগলদের অনুভুতীতে আঘাত হানতে পারে?ডেনমার্কের কার্টুনিস্ট যখন মুহাম্মদ(সাঃ) কে নিয়ে রম্য কার্টুন আঁকেন তখন কি তিনি জানতেন যে ছাগলরা এটা নিয়ে তাদের ছাগানুভুতীতে আঘাত পাবে ? যখন দেশে দেশে ছাগলদের নিয়ে রম্য কমেন্ট করা হয় কেননা ছাগলরা লাদবে।

তখন একই যুক্তি দিয়ে সব কিছুই নিয়ে রম্য করা যাবে. ( যেমনঃ ইহুদিরা কিপটুস, ব্যবসা ভালো বোঝে) যাবে। সেই রম্য হবে রম্যের কারনে তাতে কাউকে মারার কথা বলা থাকবেনা, কাউকে ঘৃনা করার কথা বলা হবেনা। রম্য জটিল খাবার, ছাগলের ভুড়িতে সহ্য না হবার কতা। আল-বদর নাম করনে ইসলামের যে অপমান হয় সে একই অপমানা কি হয় মোহাম্মদ বিড়ালে। ছাগলরা অবশ্য সে লাদি দিবেনা।

একন ধরেন কিছু দিন আগে আমার বাসায় এক চিত্র প্রদর্শনীতে আমার ছবির সাথে ছাগলের ছবি ব্যবহার করে নিয়ে তুমুল বিতর্ক, ছবিতে ছাগলের কে আমি গদাম লাথি মারা দেখানোতে ছাগলকে অপমানিত করা হয়েছে ! ছাগলের তুমুল প্রতিবাদের মুখে ছবিটি সরিয়ে নেয়া হয়। ছাগলকে লাথি না মারলে ছাগল বেলাইনে যায়। সো ছাগলের লাথি ছবির ব্যভার করলে যদি ছাগলের অপমান হয় তবে ছাগল না লাদলেই ভাল করবে। আজব সব ছাগলের লাদি। আমার লেখা কোনো অষ্ট্রেলিয়ান ছাগলকে উদ্দেশ্য করে নয়।

উদ্দেশ্য সেই সব ছাগলদের উদ্দেশ্য করে যারা বুঝেই হোক আর না বুঝেই হোক রম্য আর হত্যার রাজনীতি বুঝেন না। ঘৃনা আর হাসির উপাদান বোজেন না। যারা ইহুদি নাক নিয়ে রসিকতা করা আর ২য় বিশ্বযুদ্ধে ৬০ লাখ ইহুদি মরেনাই সেটা গুলাইয়া ফালায়। টেডিবিয়ারকে মোহাম্মদ নামে ডাকা বা কার্টুন আকায় শুধু ছাগানুভুতি আহত হয় কেননা তাতে কোন বিদ্বেষ প্রকাশ পায় না। চোর, খুনি, ডাকাত আর দুর্নিতীপরায়ন লোকের নাম মোহাম্মদ হওয়া কি আরও বড় অপরাধ না ? যাদের ছাগানুভুতি আহত হয় , তারাকি ভুলে যান তাদের লাদির গন্ধ আর পরিমান সাধারন ধর্মবিশ্বাষীদের ধর্মানুভুতীতে আঘাত হানতে পারে ? একটি ধর্মকে অপমানিত করতে পারে ?ছাগলার জানেন ও জেনে শুনেই লাদেন, হিংসা-যুদ্ধ তৃষ-ঘৃনা ছড়িয়ে দেবার জন্যই এসব করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.