আমাদের কথা খুঁজে নিন

   

নিধিরামের সত্য কথন -৫ ( একটি ছাগলের কাহিনী)



(নিধিরাম গতকাল একটি ডায়েরি পাইয়াচে , কসাই খানায় ছাগলের ঘর থেকে, সেখান থেকে তুলে দিলাম একটি ছাগলের শেষ সময়ের কিছু কথা) প্রতিদিন সকালে খসসস শব্দে সামওয়ারইনে লগ ইন করি। আ প্রথম পাতার পোষ্টগুলো ভালো করে পড়ি। তারপরই চলে যাই মাঝের পাতায়। এর পোষ্টগুলোও ভালো করে পড়ি। কিন্তু সযত্নেই এড়িয়ে যাই ছাগলদেট নিউজটা।

খবর একই। শুধু ছাগলদের ছাগলামি সংএক এক সময় এক এক রকম। তাছাড়া অনেকে ছাগল হয়েছে। তাই আমাকে এড়িয়ে যেতে হয় পোষ্ততা। প্রতিদিন পোষ্টটা এড়িয়ে গেলেও বিবেকের দ্বারা প্রশ্নবিদ্ধ হয়ে ৫-৭ দিন পরপরই পুরোন পত্রিকাগুলো বের করে হিসেব করতে বসি।

একশ', দুইশ', দুইশ' পঞ্চাশ...। আজ আমাকে কেন এগুলো গুনতে হচ্ছে? যেখানে আমার গুনবার কথা ক'জন ছাগল হলেন, সেখানে আমি গুনছি ক'জন ছাগল হাতে পশ্চাতদেশে লাথি খেলেন! কেন আমাকে এমনটা গুনতে হচ্ছে? এমনটা তো হবার কথা নয়। যেহেতু ভাবলাম এমনটা হওয়ার কথা নয়, সেহেতু এর কারণটাও খুঁজতে বসলাম। আর কারণটা খুঁজতে যেয়ে অঙ্গুলি নির্দেশটা আর কারও দিকে নয়, আমাদের ছাগলদের দিকেই পড়ল। আর যেহেতু অঙ্গুলি নির্দেশটা আমাদের দিকেই পড়েছে, সেহেতু এর কারণটা খুঁজে বের করাটাও আমার কর্তব্য।

অ্যান্টিভাইরাস স্ক্যানারের মত আমাদের স্ক্যান করতে লাগলাম আমি। ভাইরাসের নাম 'ছাগলামি'। হ্যাঁ, আমাদের দোষ একটাই-ছাগলামি। আমরা ছাগলামি করসি । সে কারণেই আমরা আজ আমরা আজও ছাগলামি করছি মেয়েদের পর্দা নিয়ে, আমরা ছাগলামি করছি আমাদের দেশের চেয়ে ইরান কেমন ভালো তা নিয়ে।

আমরা ছাগলামি করছি , আমাদের দেশের রাজনীতিতে ইসলাম থাক কত গুরুত্বপর্ন তা নিয়ে। আমরা ইসলাম নিয়ে ব্যবসা করসি, তাই আমাদের ছাগলামি দিন দিন বাড়চে। আমরা সব কিছু জামাতে ইসলামি করন চাই আর তার মাধ্যমের আমরা ছাগল হই। আমাদের ছাগলামি আর কত? আপনার যার ধর্ম সে পালন করুন রাষ্ট্রের কি বলার আচে, আমরা ছাগলরা ম্যা ম্যা করব কিন্তু জায়গা হবে কসাইর ছুরির নীচে কারন ছাগলদের ম্যা ম্যা করনই শোভা পায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.