আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের ১৫তম কালো দিবস আজ

তবে একলা চলরে.......

আজ ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের ১৫ তম কালো দিবস। ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর ভারতের কংগ্রেস ক্ষমতাসীন থাকা কালিন উগ্রবাদী হিন্দুরা উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত ষোড়শ শতকের এই অনুপম মুসলিম স্থাপত্য নিদর্শনটি ধ্বংশ করে । হিন্দু শাস্ত্রীয় রামের জন্মস্থান ও মন্দিরের স্থলে সম্রাট বাবর মসজিদ নির্মান করেছেন মর্মে হাস্যকর অভিযোগ এনে কংগ্রেস সরকারের প‌ৃষ্টপোষকতায় এই নিন্দিত ধ্বংসকান্ড সংগঠিত হয় । ভারতের প্রথম মুঘল সম্রাট বাবর ১৬শ শতকের কোন এক সময় অযোধ্যা শহরে এই মসজিদটি নির্মান করেন । পরবর্তিতে ১৯৯২ সালের আজকের দিনে কট্টর হিন্দুবাদী কংগ্রেস সরকারের মদদে উগ্র হিন্দুবাদী কংগ্রেস সরকারের মদদে উগ্র হিন্দুরা এলাহবাদ হাইকোর্টের নিষেধাঙ্গার তোয়াক্কা না করেই এই অমার্জনীয় অন্যায় কাজে লিপ্ত হয় ।

সেদিন মুম্বাই, আহেমদাবাদ, বেনারস এবং জয়পুরসহ ২ সহস্রাধিক নিরিহ মুসলমান শাহাদাত বরন করেন । এ ঘটনায় সরকারকে আসামী করে মামলা পর্যন্ত হয় । ভারত সরকার মামলার রায় নিজেদের পক্ষেই নিয়ে নেয় । এদিকে প্রত্ন বিশারদরা বাবরী মসজিদের স্থলে রাম মন্দির থাকার দাবিকে 'মনগড়া' ও 'হাস্যকর' অভিহিত করলেও ভারতের কট্টর হিন্দুবাদী সরকার তা আমলে নেয়নি । এমন নির্লিপ্ততা ভারতের 'ধর্মনিরপেক্ষতাবাদকেই প্রশ্নবিদ্ধ' করেছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.