আমাদের কথা খুঁজে নিন

   

র‍্যাগিং মিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাতামাতি ! অতঃপর ?

চুপ, কোন কথা না ! অতঃপর আমার পুরস্কার টি আমি পেতে যাচ্ছি। মানুষের উপকার করতে গিয়ে বারবার বিপদে পড়েও আমার চোখ খোলে না, তবে এবার জাবি কর্তৃপক্ষ আমার চোখ খোলার ব্যবস্থা করতে যাচ্ছেন। জাবি থেকে একটু আগে একজন ফোন করে জানালেন- জাবি কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার প্রস্তুতি নিচ্ছেন। একজন দ্বায়িত্বশীল মানুষ হিসাবে আরেকজন মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়েছিলাম। আমি হিরো হতে চাইনি কিংবা জাবি'র ভাবমূর্তিকে নষ্ট করতে চাইনি কারন এতে আমার কোন ব্যক্তিস্বার্থ বা অন্য কোন স্বার্থ জড়িত ছিলনা, এখনো নেই।

আমার অবস্থানে আপনি থাকলে হয়ত মাথা ঠান্ডা রাখতে পারতেন কিন্তু একটা মানুষ আমার কাছে সহযোগীতার জন্য অসহায়ভাবে কাঁদছে এটা দেখার পরে আমি আর অপেক্ষা করতে পারিনি, কারন ছেলেটার ভাষ্য অনুযায়ী খোজ নেবার সময় ও ছিলনা। তাই যতদ্রুত সম্ভব আমি কিছু একটা করতে চেয়েছিলাম ফ্রেন্ডলিস্টের বন্ধুদের মাধ্যমে, কিন্তু পরে ঘটনা সম্পুর্ন অন্যদিকে মোড় নিল। এখন আপনারা যদি মনে করেন একজন মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়ে আমি শাস্তিযোগ্য অন্যায় করেছি, তবে আমাকে শাস্তিই দিন। বাংলা মুভির মতই ঘটনার মোড় এখন পুরোপুরি উল্টোদিকে। মেয়েটার ভাইয়ের সাথে কথা হয়েছে।

যেই মেয়ে গতকাল রাতেও ফোন করে কান্নাকাটি করেছে, আজ সেই মেয়েই কারো প্রশ্নের মুখোমুখি হলে সবকিছু অস্বীকার করবে বলে জানিয়েছে। মেয়ের ফ্যামিলি এখন আর তাকে জাবি’তে পড়াতে চাইছেনা। আমার কাছে কলরেকর্ডিং ও আছে কিন্তু ওটা নিয়ে আর মাথা ঘামাতে চাইনা, কাউকে শোনাতেও চাইনা। আমাকে বারবার কেঁদে-কেঁদে অনুরোধ করা হয়েছে ব্যাপার টি এখানেই শেষ করার জন্য... হল প্রভোস্টের পক্ষ থেকে সব মেয়েকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু কোন মেয়েই স্বীকার করেনি এবং ঘটনার কোন সত্যতা নাকি পাওয়া যায়নি। অবাক হইনি।

সাইলেন্স কোড অব কন্ডাক্ট বলে কথা! অনেকে মেসেজে অনেক কথা বলেছেন সেসব বলতে চাচ্ছিনা। যেসব ভাই-বোনেরা জাবি’তে আছেন তাদের উদ্দেশ্যে বলছিঃ "প্রথমে র‍্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে। " এই লাইন টি আমি জাবি কে উদ্দেশ্য করে লিখিনি, ইডেন পড়ুয়া এক আপুর কাছ থেকে শুনেছি। উক্ত লাইন টির মাধ্যমে আমি সার্বিক বিষয়ে একটা উপসংহার টানতে চেয়েছি মাত্র। একজনকে আঘাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিলনা।

তারপর ও যদি কেউ পার্সোনালি নিয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন-আমি ক্ষমাপ্রার্থী। পরিশেষে যারা ফোন/মেসেজ দিয়ে বারবার খোজ করেছেন আপডেটের জন্য, যারা এদিক-ওদিক ছুটেছেন-তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। বিস্তারিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.