আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের উঠনে কেউ আসে আবার চলে যায় নিরব রাতের আধাঁরে

পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

"স্বপ্নের উঠনে" স্বপ্নের উঠনে তুমি হেটেছিলে মৃদু পায়ে, জ্যোছনা স্নিন্ধ রাতের প্রহরে তনু খানি দুলায়ে দুলায়ে। জ্যোছনা স্নিন্ধ সেই রুপালী রোদ যেন রুপালী গাঁয়ে, হেসে খেলে চলেছিলে শত ছলে। মোর হৃদয় পথে যে দিন হেটেছিলে তুমি, বক্ষে টানিয়া নিয়েছিলেম আমি, শত মায়ায় ভুলে; তুমিই দিয়ে গেলে ব্যথারদান সম, সহস্র করুনায় তুলে। শরতের মাঝে এলে তুমি, সেই শুভ্র মিতালী হয়ে, নীশির আধাঁরে গেলে চলে আবার, দক্ষিনা সমীরনে বয়ে, তুমিই ছিলে সুপ্ত এই হৃদয়ে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.