আমাদের কথা খুঁজে নিন

   

এবার আসছে সেফ সেক্স পাসপোর্ট



বিশ্বের প্রথম সেফ সেক্স পাসপোর্ট চালুর প্রস্তুতি নিয়েছে একটি আমেরিকান কম্পানি। ডেটিং ও সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হচ্ছে। পরিকল্পনাকারী কম্পানি গত বুধবার এ কথা জানিয়েছে। ফোরিডা ভিত্তিক এসএসপি বায়োঅ্যানালিটিকসের গবেষক গনজালো প্যাটার্নস্টার বলেন, কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। তবে এর আগে অনলাইন যোগাযাগ থেকে আরেকজনের সঙ্গে তার দৈহিক মিলন ঘটে।

এর মাধ্যমে তার দেহে যৌন রোগ সংক্রমিত হয়। কিন্তু ওই ব্যক্তি জেনেও তা প্রকাশ করেনি। বুধবার সাংবাদিকদের গনজালো বলেন, এভাবে মানুষ জেনেও সত্য না প্রকাশ করা থেকে আমার মাথায় সেফ সেক্স পাসপোর্টের চিন্তা আসে। আমি মনে করি, কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তার স্বাস্থ্য সম্পর্কে যাচাই করে দেখার একটি স্বাধীন উপায় থাকা জরুরি। অনলাইনে ডেটিং করে ১৮ বছরের উপরে এমন যে কারো জন্য স্বল্প খরচে সেফ সেক্স পাসপোর্ট প্রস্তুত করার সুযোগ রয়েছে।

তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। গনজালো বলেন, কেউ তার কার্ডের জন্য অর্ডার দিলেই তাকে একটি অধিভুক্ত ল্যাবরেটরিতে যৌন সংক্রান্ত পাচটি রোগের টেস্ট করার জন্য বলা হবে। টেস্টগুলোর মধ্যে রয়েছে এইচআইভি, যৌনাঙ্গে ভাইরাসজনিত চর্মরোগ, গনোরিয়া এবং সিফিলিস। টেস্টগুলো করতে গেলে তাকে নিজের আইডি বা পরিচয়পত্র দেখাতে হবে। ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এটি করা হবে।

গনজালো বলেন, টেস্টের রেজাল্ট তার কার্ডের সঙ্গে জুড়ে দেয়া হবে। পরে যে কেউ একটি নাম্বারে ফোন করে তার হেলথ টেস্টের রেজাল্ট, তারিখ ও পরিচয় সংক্রান্ত তথ্য জানতে পারবে। গ্রাহকদের প্রয়োজনে ভার্চুয়াল হেলথ সার্টিফিকেটও দেয়া হবে। অনলাইন ডেটিং সাইট বা মাইস্পেস প্রোফাইলে সার্টিফিকেটের প্রয়োজনীয় তথ্য ইনপুট করা যাবে। গতকাল ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস থেকে সেফ সেক্স পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে চালু করার কথা।

সূত্র- যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.