আমাদের কথা খুঁজে নিন

   

ডক্টরেট দেশদ্রোহীরা, তাদের নামের তালিকা

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তান বাহিনী মেতে উঠে হত্যার উৎসবে, ঠিক তখনি আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাকিস্তানী হানাদারদের প্রতি। এইসব দেশদ্রোহীরা যেমন শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে তেমনি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতকতার নতুন মাত্রা দিয়েছে। এইসব দেশদ্রোহীরা স্বাধীনতার পর সুশীল ব্যাক্তির বেশ ধরে। তাদের প্রতি ঘৃণা, যারা নিজের দেশের দেশকে রক্তাক্ত করেছিল। নীচে নামের তালিকা এবং স্বাধীনতার পর তাদের অবস্থান দেয়া হল। ১ ডঃ কাজী দীন মোহাম্মদ - অধ্যাপক, ঢাবি ২ ডঃ মুস্তাফিজুর রহমান - অধ্যাপক, ঢাবি ৩ এ কে এম আব্দুর রহমান - অধ্যাপক, ঢাবি ৪ ডঃ আব্দুর বারী - চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৫ ডঃ সাইফুদ্দিন জোয়ারদার ৬ ডঃ মকবুল হুসেন ৭ কবীর চৌধুরী - জাতীয় অধ্যাপক ৮ ডঃ গোলাম ওয়াহেদ চৌধুরী -অধ্যাপক, ঢাবি ৯ ডঃ রশিদুজ্জামান -অধ্যাপক, ঢাবি ১০ ডঃ এ কে এম শহিদুল্লাহ -অধ্যাপক, ঢাবি ১১ ডঃ শামছুল ইসলাম -অধ্যাপক, ঢাবি ১২ ডঃ আব্দুল জব্বার -অধ্যাপক, ঢাবি ১৩ ডঃ মাহবুব উদ্দিন আহমেদ - ১৪ আশকার ইবনে শাইখ -নাট্যকার টেলিভিশন ও বেতার ১৫ ডঃ শাফিয়া খাতুন ১৬ ডঃ এস এম ইমামুদ্দিন ১৭ ডঃ গোলাম সাকলায়েন -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৮ আজিজুল হক - অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯ শেখ আতাউর রহমান -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০ সোলায়মান মণ্ডল -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২১ জিল্লুর রহমান -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২২ কলিম এ সাবারাসী -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৩ আহমেদ উল্লাহ খান -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৪ ডঃ মোহর আলী -

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.