আমাদের কথা খুঁজে নিন

   

"তসলিমাকে দেশে ফিরিয়ে আনা হোক"-এই প্রস্তাবনার পক্ষে 'হ্যাঁ' বলুন, প্লীজ !

বন্ধ জানালা, খোলা কপাট !

এক তসলিমা এই দেশের মেয়ে । এই দেশের মেয়েটিকে বিদেশে হেনস্তা হতে দেখে এদেশীয় অনককে পরিতৃপ্তির ঢেকুর তুলতে দেখা যায় । আনমনে তারা হাততালি দেয় । বুদ্ধি স্বল্পতার কারণেই বোধকরি এই মানুষগুলির বুঝতে কষ্ট হয় যে,-বিদেশের মাটিতে তসলিমার পরিচয় একজন বাংলাদেশী হিসেবে এবং তসলিমার গায়ে দেয়া আঁচড়ের দাগ বাংলাদেশের গায়েও এসে লাগে । নির্বোধ এই লোকগুলো আরো যে বিষয়টি বুঝতে অক্ষম তা হলো, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে এই দেশের আইন অনুযায়ী আইনি লড়াই চালিয়ে যাবার ।

দুই প্রবাসীদের কটু কাটব্য করে অনেকে নির্ভেজাল আনন্দ লাভ করে থাকেন । ভাগ্য চক্রে পরদেশে বাস করা পরবাসীরা যে কি তীব্র ভাবে দেশের জন্য 'মমতা' অনুভব করেন, হৃদয়ের কোন গহীন কোণ থেকে অর্হনিশী দেশের মঙ্গল কামনা করেন, তা এই শ্রেণীর লোকেরা কখনই বুঝবেনা । কারণ, তারা ভুক্তভোগী নয় । প্রবাসীদের মনের একটা আশা-ই তাদের বাঁচিয়ে রাখে,-"আবার যাব ফিরে, ধানসিঁড়িটির তীরে আমার বাংলায়...!" কিন্তু যে মানুষটি নিজ দেশে আর কখনই ফিরতে পারবে কিনা তা সম্পূর্ণ অনিশ্চিত, তার মনের অবস্থা একটিবার অনুধাবনের জন্য সবাইকে অনুরোধ করছি । তসলিমার যা কিছু অপরাধ (যদি সত্যিই অপরাধ হয়ে থাকে ), দেশের আইনেই তার বিচার হবার কথা ।

তা না করে(আজীবনের জন্য) নির্বাসনে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্তটি এক কথায় সভ্যতা বিবর্জিত, অমানবিক । এই অমানবিকতাকে সবাই 'না' বলুন । "তসলিমাকে দেশে ফিরিয়ে আনা হোক"-এই প্রস্তাবনার পক্ষে 'হ্যাঁ' বলুন । প্লীজ ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।