আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমাকে নিয়ে সিরিয়াল,কোলকাতায়

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

তার মনে হয়েছে, অন্যান্য চ্যানেলে কাল্পনিক ধারাবাহিক দেখতে অভ্যস্ত দর্শকদের যদি তারা আসল জীবনের কাহিনি দেখাতে পারেন, অনেকটা বিদেশের চ্যানেলের ধাঁচে, তা হলে একটা হইচই ফেলা যাবে।-------------- ‘ঢাকা আর কলকাতার জন্য আমার টান সমান,” বললেন তসলিমা। কথায় কথায় জানালেন, এখানকার রাস্তাঘাট চেনেন হাতের তালুর মতোই। কলকাতার সংস্কৃতিমনস্ক মানুষজনের প্রায় সবাইকে চেনেন। “এ পার বাংলার লেখকদের উপন্যাস পড়ছি সেই ছোট থেকেই। ‘আনন্দ পুরস্কার’ পেয়েছি সাহিত্যের জন্য। এই শহর আমার।”----------------“‘দুঃসহবাস’-এর কাহিনি যেন তসলিমার চোখ দিয়ে সমাজকে দেখা,” দাবি করলেন সুশান্তবাবু। “কলকাতায় থাকতে না-পারার দুঃখ তলসিমা কী ভাবে ভুলতে চান জানেন? উনি আমাকে বলেছেন, যখন এই ধারাবাহিকের সম্প্রচার চলবে, তখন মনে করব, আমি কলকাতাতেই আছি!” পড়ুনঃhttp://www.natunbarta.com/entertainment/2013/11/04/52666/e214a35e1c1e27744ed6f0f74363b963

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।