আমাদের কথা খুঁজে নিন

   

জরুরি পোষ্ট মুসলমান সকলের জন্য: আমরা ধম' কমে' কি করি ? হরহামেশায় মোবাইলে হারাম করছি।

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

সন্ধায় এক সিনিয়র ভাই (৪০বছর বয়স, দুইবার হজ্ব করেছেন) কে ফোন দিয়েছিলাম ব্যক্তিগত কারনে। কোরআনের আয়াত শুনছি ওয়েলকাম টিউন হিসেব। ভালই লাগছিল শুনতে। ৫-৬ সেকেন্ড পর সে ফোন রিসিফ করল। তার সাথে প্রয়োজনীয় কথা শেষ করে বললাম, আপনার ফোনে সুরার আয়াত শুনতে ভালই লাগছিল।

তিনি সব'দা নিজেকে খাটি মুসলমান হিসেবে সবার কাছ হতে সম্মান নিতে পছন্দ করেন। তাই তিনি খুশি হলেন। এরপার ইচ্ছা করে জিগাইলাম - কেউ মনোযোগ দিয়ে আয়াত শুনতে থাকলে কারও কোন কাজের জন্য যদি তার শোনা বাধা পায় তাহলে এতে কোন পাপ হবে কি না। যেমন আপনি ফোন রিসিফ করায় আমি আর শুনতে পারছিলাম না। ওনি চুপ মেরে গেলেন ৪,৫ সেকেন্ড।

তারপর বললেন, আমি এই জন্য কয়েকবার রিং হবার পর রিসিফ করি। আমি বললাম তাতেও সম্পুন' সুরা শোনা হয় না। এরপর একটু হালকা কথা বলে লাইন কাটলাম। এই টিউন সেট করার ব্যাপারটা নিয়ে মুসলমানদের ভাবতে হবে। এটা একটা সময়িক আনন্দের মামলা।

তাই নয় কি? তাহলে আমরা কোন লেভেলের মুসলমানের পরিচয় দিতেছি সুরাকে এই সময়িক ইন্টারটেইন হিসেবে ব্যবহার করে? আসুন সচেতন হই একটু ভাবি, কিছু পাপ হতে বিরত থাকুন। যেমন ধমে'র নামে ব্যবসা হারাম তেমনি এটাও হারাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।