আমাদের কথা খুঁজে নিন

   

সু-প্রভাত

আমি সপ্ন দেখতে ভালবাসি

১ নইকো নজরুল নইকো নাথ নইকো মোরা হতাশ আমরা হলাম এক গুচছ কুঁড়ি, আগামীর সু-প্রভাত। ২ জ্বালাব মশাল,দুর হবে আধার, তরূণের জয়গান। বজ্র কন্ঠে তুলিব বোল মোরা, মোরা আগামীর সু-প্রভাত। ৩ ন্যায়ের পতাকা তুলিব আকাশে, অন্যায়ের দেওয়াল ভেঙ্গে। মোদের ললাটে ঝুলবে না কোন, অপবাদরে গ্লানি তবে। ৪ ঘোর হবে আঁধার, তাজা রবে তলোয়ার। মোরা ভীরু কাপুরূষ নই। আপন আলয়ে চলবো মোরা, এই আমাদের দৃঢ প্রত্যয়। সুখরে সূয্য উদয় হবে নব চতেনায় আলোকিত হবে আঁধারের কৃষ্ন বৃক্ষ মুছে যাবে নব উন্মদনার প্রলয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।