আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার রহস্য

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

কি নেবে বলো? এই কম্পিত হাত? সে তো তোমার হাতের মাঝেই! সতৃষ্ণ চোখ নেবে? মন্ত্রমুগ্ধ দৃষ্টি তোমার 'পরেই আপতিত সারাক্ষণ! নাকি চাও এ হৃদয়টাকে? ওতে যে আমার মালিকানা নেই আর.. কবেই লিখে দিয়েছি তোমায় স্বত্ত্ব-ত্যাগ করে! কি দিতে পারি আর? চাইতে পারো ইচ্ছে মতন, আছে যেটুক্- দিয়ে দেবো এই তোমাকে দু'হাত ভরে। শুধু্ বলে রাখি, চেয়ো না ঐ জলরাশি- অদৃশ্য, তবু বয়ে চলা নিরবধি.. সম্বল তো ওটাই আমার! বইতে থাকে সঙ্গোপনে- বুকের খাঁচায়, চোখের তারায়, রুধির ধারায়, স্বপ্ন-ভাঙ্গায়, স্বপ্ন-গড়ায়, কথায় কথায়, প্রেমের মায়ায়! উজাড় করে আজো তোমায় দিতে পারি ভালোবাসা.. কারণ জানো? কষ্টের ঐ নীলচে রঙের ফল্গুধারা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।