আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার শ্রেষ্ঠ উপহার


শহীদুল ইসলাম প্রামানিক

হেথায় হোথায় অনেক খুঁজে
পেলাম না তো কিছু
সকাল থেকে রিক্ত হাতে
ঘুরছি পিছু পিছু।

তুমি প্রিয়া সেই দোষেতে
বললে না তো কথা
বিনা কারণে সারা দিবস
করলে নিরবতা।

তার পরেতেও তোমায় আমি
অনেক ভালোবাসি
তাই তো আমি চেয়েছিলাম
একটু খানি হাসি।

হাসি তোমার পেলাম না গো
পেলাম না তো ফুল
মনটা আমার ভারাক্রান্ত
কি হলো মোর ভুল?

বুনো ফুলের মালা নিয়ে
এলাম তাই তো চলে
ভালোবাসার এইদিবসে
পড়বে কি গো গলে?

আমার কাছে নাই কিছু নাই
দিবার মত আর
তোমার জন্য এটাই আমার
শ্রেষ্ঠ উপহার।

(২)
সবার মাঝে প্রশ্ন আমার
ভালোবাসার দিনে
কেউ কি কভু বাঁচতে পারে
ভালোবাসা বিনে?

অল্প কিংবা বেশি হলেও
বাসতে হয়রে ভালো
ভালোবাসা যার মাঝে নাই
হৃদয়টা তার কালো।

পুরানা পল্টন, ঢাকা
১৪-০২-২০১৪
সময় সন্ধ্যা ৭-১৫মিঃ

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।