আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলটা হাইজ্যাক হয়ে গেলো আজকে



ধানমন্ডি ২৭ নম্বরের রাস্তা দিয়ে আসছিলাম, বিডিনিউজ থেকে। হঠাৎ এক লোক বললো, এক্সকিউজ মি, শুনুন। আমি তার কথাটা ইগনোর করার চেষ্টা করলাম কিন্তু লোকটা এবার সামনে এসে দাড়ালো, একটানে মানিব্যাগ বের করে বললো, আমি হলাম রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থার একজন অফিসার। আপনি সন্দেহজনক আচরন করছেন ..থানায় চলুন এখন। আমি বললাম ..চলুন, ওইখানে গিয়ে কথা বলা যাবে।

এবার লোকটা আমাকে ধাক্কা মেরে দেওয়ালের সাথে চেপে ধরে বললো,, আমি এই এলাকার ছাত্রদল সভাপতি,তুই জানস আমার ক্ষমতা, আমি তোরে টুকরা টুকরা কইরা কাটলেও কেউ আমার কিছু করতে পারবে না। একই সময় তার সাথে যোগ দিলো দুই জন। তারা আমার পকেট থেকে মোবাইল এবং টাকা-পয়সা বের করে নিলো,,, একজন বলসিলো একটা পোচ দিয়া দেই,, কিন্তু তারপরও ছেড়ে দিলো কি মনে করে। মোবাইল টা যাওয়ার পরে অনেক ফিলোসপিকাল চিন্তাভাবনা মাথায় আসছে, যারা এর আগে ঠেক খেয়েছেন তাদের বোঝার কথা। কিন্তু একটা প্রাকটিকাল কথা হলো আমাদের অনেকের এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে হয়...কাজেই কালকে যে অন্য কেউ এ ঘটনার শিকার হবে না সেটা কি করে বলা যায়্।

কাজেই আমার পুলিশের প্রতি অনুরোধ,, হয় আপনারা আমাদেরকে নিরাপদে চলাফেরা করার সূযোগ দিন অথবা আমাদের কোন অস্ত্র বহন করে আমাদের নিজেদেরকে আত্মরক্ষা করার সূযোগ দিন। পুনশ্চ-- এইরকম কোন ঘটনা ঘটলে কোন জায়গায় অভিযোগ করতে হবে সেটা কি কেউ বলতে পারবেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.