আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে আজ এটা আমাদের শুধুই দাবী নয় এটা আমাদের অধিকার ও...

ভাষা সাহিত্য ধর্ম দর্শন বিজ্ঞান সমালোচনা

স্বাধীনতার পর অনেক বছর পেরিয়ে গেলে ও যুদ্ধাপরাধীদের বিচার এর সম্মুখীন আজো করা গেলো না। সম্প্রতি আমাদের একাধিক উপদেষ্ঠার বিভিন্ন মন্তব্যে তারা যুদ্ধাপরাধীদের বিচারে অনীহা প্রকাশ করছেন। উপদেষ্ঠারা বলছেন এটা তাদের কাজের অর্ন্তভূক্ত নয়, অথচ তারা অনেক কাজই করে ফেলেছেন যা তাদের করার কথা ছিল না। তাদের কাজ যদি শুধুই নির্বাচন করা হয় তাহলে তারা সংবিধানের বাইরে এত কাজ করেছেন কেন ? উপদেষ্ঠারা আজ রাজনৈতিক সরকারের দোহাই দেন। উপদেষ্ঠাদের এই অনীহা আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে ।

যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এটা দাবী করতে ও আজ আমার কষ্ঠ হচেছ। কেন দাবী করতে হবে আমাদের ? উপদেষ্ঠারা কি মুক্তিযুদ্ধ দেখেননি ? ২৫ শে মার্চ কালো রাত্রির কথা জানেন না। যদি দেখেই থাকেন তাহলে তারা উপলব্দি করতে পারছেন না কেন যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করার ? তাহলে এবার ও কি আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবো না তথা বিচার কি এবার ও শুরু করা যাবে না ? রাজাকারেরা আজ বড় গলায় বলে দেশে নাকি কোন যুদ্ধাপরাধী নেই। দেশ, জাতি ও বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে একমত হলে ও উপদেষ্ঠাদের কেন এত অনীহা সেটা বুঝা যাচেছ না। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে আজ এটা আমাদের শুধুই দাবী নয় এটা আমাদের অধিকার ও, উপদেষ্ঠাদের এটা বুঝতে হবে।

আমরা বাঙালীরা পরাজিত হইনি স্বাধীনতা যুদ্ধে এবার ও হবো না। আমাদের উপদেষ্ঠাদের শুভ চেতনার উদয় হোক সেই আশাতেই আমরা থাকলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.