আমাদের কথা খুঁজে নিন

   

ঘূর্নিঝড় সিডরের আঘাত : ব্লগ কর্তৃপক্ষের কাছে কিছু অনুরোধ

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

১. হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রলয়ংকারী ঘূর্নিঝড় সিডরের আঘাতে দেশের বিস্তীর্ণ উপকুলীয় এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। প্রাপ্ত খবর অনুযায়ী বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুরসহ দক্ষিনাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সিডর আঘাত হেনেছে প্রচন্ড গতিতে। সিডরের প্রভাব পড়ছে রাজধানী ঢাকাতেও। সবমিলিয়ে দেশের জন্য বড় রকমের আঘাত ঘূর্নিঝড় সিডর। এই দুর্যোগ মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে কিংবা হচ্ছে বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

কিন্তু যেসব পরিবার প্রত্যক্ষভাবে সিডরের প্রলয়ংকারী আঘাতের শিকার হয়েছেন সেইসব পরিবারের বর্তমান অবস্থা সমন্ধে অনেকেই জানেন না। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সঠিক পদক্ষেপ নেয়া প্রয়োজন। ২. সামহোয়ার ইন ব্লগের অনেক সদস্যই রয়েছে যারা উপকুলীয় এলাকায় বসবাস করেন। আবার অনেকের পরিবারের সদস্যরা ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় বাস করেন। কেউ কেউ তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন।

প্রশ্ন হলো , যেহেতু আমরা এই ব্লগের বৃহত একটা কমিউনিটি লেখালেখি করছি, সে পেক্ষাপটে এই বৃহত কমিউনিটি কি দুর্যোগ পরবর্তী অবস্থায় কিছু করতে পারে? প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষ এবং সিনিয়র ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি। সিডর ঘুর্ণিঝড়ে আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে ব্লগের হোমপেজটি বিশেষ কোন রঙ্গে রাঙ্গিয়ে দেয়ার জন্য ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।