আমাদের কথা খুঁজে নিন

   

অন্যকারো কবিতা উদাসীর পোস্টে!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

বাহিরে ঝন্ঝা, ভাংছে প্রকৃতি কবি ভেতরে আমার 'তুমি নেই' নাম ঝড় বাহিরে বাস্তবতার প্রতিচ্ছবি বিপদে তোমাকে আকড়ে নিরন্তর তোমাতে আমাতে যোজন যোজন দূর ঝড় হয়ে দেখো মাটি জল একাকার প্রেম হয়ে বাজে ইস্রাফিলের সুর নিয়ম ভেণ্গেই জানি তুমি আমার। মেঘ বৃস্টিরা ধুলো কালি ধুয়ে দিলে বাতাসে উড়িয়ে বাবুই পাখির বাসা স্বচ্ছ ভোরে বিরামবিহীন চলে খুজে নিবো ঠিক তুমার ভালোবাসা। দিকভ্রান্তরা ললাটে লিখুক লক্ষ্ আসামী করুক বিধাতা অলৌকিকে খুব লৌকিক তোমার আমার সখ্য ভার দেবো নাকো অচেনা জনান্তিকে। ধংসেই যদি ঘুচে যায় শত বন্দি উল্টে পড়ুক বিধাতা রাজার ভান্ড মহাকর্ষকে উল্টে পাল্টে সন্ধি ভেন্গে;গড়ে নেবো আমাদের ব্রম্মান্ড *কেউ ফোনে বলে দিলো টাইপ করতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.