আমাদের কথা খুঁজে নিন

   

আপডেটঃ শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে বাংলাদেশ!!- পূর্বাভাস ০৫

পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে

ট্রপিক্যাল সাইক্লোন ০৬ বি (SIDR) ==================== আপডেট সময়ঃ ১৫ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ৩ টা (বাংলাদেশ সময়) (দেরী হওয়ার জন্য দুঃখিত যারা অপেক্ষায় ছিলেন) বিকাল ৩ টার আপডেট অনুযায়ী, অবস্থা ভয়াবহ। এটি এখন ক্যাটাগরি ‘পাঁচ’ হারিকেনে পরিণত হয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩৫ নট বা ২৫০ কিমি। ঝড় আরো দ্রুতবেগে ঘন্টায় ২৮ কি মি গতিতে খুলনা উপকূলের দিকে আসছিল। গতিপথ দেখে মনে হচ্ছে এটা এখন সুন্দরবনের ওপর দিয়ে যাবে।

আসুন, সবাই প্রার্থনা করি বিকাল ৩ টায় হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রচন্ড ঘূর্ণিঝড় ‘SIDR’ যার সাংকেতিক নাম ০৬ বি বাংলাদেশ উপকূল থেকে দক্ষিণ ভারতের কলকাতা শহর থেকে ৩৭০ কিমি (২০০ নটিক্যাল মাইল) দক্ষিণে বংগোপসাগরে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি আজ রাত ১২ টার আগেই খুলনা উপকূল অতিক্রম করার কথা। ঘূর্নিঝড় কেন্দ্রের আশেপাশে জলোছ্বসের উচচতা এখনো ৪০ ফুট। পরবর্তী আপডেট আর ২ ঘন্টা পরে দেব আশা করছি রাত ৯ টায় (বাংলাদেশ সময়) এই লিঙ্ক-এ ঘূর্নিঝড়ের এনিমেশন দেখুন সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ জনস্বার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রদান করা হইল। পুর্বাভাসের দায়দায়িত্ব যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার এবং ভারতীয় আবহাওয়া বিভাগ-এর।

তথ্যসূত্রঃ ============== জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার ভারতীয় আবহাওয়া বিভাগ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.