আমাদের কথা খুঁজে নিন

   

ঘূর্ণিঝড়ের কবিতা

n

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়,আগামীকাল বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা। মাইনসে কইলো,'আইবো তুয়ান।' বাজান চিক্কর দিলো,'আইয়ক আইয়ক।' পেডের ভিতর যার হামিশা তুয়ান দইজ্জার মউজর লগে বাঁধা তার প্রাণ; আইজ তয় হাঁচা হাঁচা আইয়ক তুয়ান।' কলিজা বাইরে বাঁধি মাঝ-দরিয়াত হেই রাইতেও সোনাদিয়া আছিলো বাজান, লগে তার জোয়ানকী হিম্মত সাম্পান; বাজানর সিনা'খানও গইরর নাহান যহন বাইড়লো পানি,বাজানে কইলো, 'দরিয়া রে,তর বুক চিরি চিরি চালিশ বছর আঁর দানাপানি, তর খাই তর লই বাইজ্জে এই শরীর আঁর; আইজ্জা তুই হাঁচা হাঁচা ডালী লইবি তার?' হাঙ্গর মাছের মতন হা গরিল দরিয়া তখন বাজান চিক্কর দিল,দরিয়া গজ্জন জব্বইজ্জার বলী খেলা শুরু অইলো পানির ভিতর এক বলী বাজান আঁর,অইন্ন বলী বঙ্গুয় সাইগর। (জব্বইজ্জার বলী খেলা পানির ভিতর----মুহাম্মদ নূরুল হুদা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।