আমাদের কথা খুঁজে নিন

   

খই ভাঁজাঃ বৈশাখী ইউনিকোড টু বৈশাখী কনভার্টার।

WHAT IS REAL!!!!!!!

দৈনিক আমারদেশ তাদের ওয়েবসাইটে ব্যবহার করে বৈশাখী ইউনিকোড ফন্ট। ধরেন সেখান থেকে আপনি কোন ডকুমেন্ট কাট-পেস্ট-এডিট করে ব্যবহার করতে চান। সেক্ষেত্রে ফন্ট ও এডিটর জোগাড় করা একটা মহা ঝামেলার ব্যাপার হতে পারে। ভালো হয় যদি কপি-পেস্ট করা ডকুমেন্টকে বিজয় বা ইউনিকোড কম্পাটিবল ফরম্যাটে পরিবর্তন করা যায়। এ প্রয়োজনেই এবার খই ভাজার প্রয়াস।

চলে যান কনভার্টার হোমপেজে। বাছাই করুন বৈশাখী ইউনিকোড টু বৈশাখী কনভার্টার। উপরের অংশে "বৈশাখী ইউনিকোড" ডেটা পেস্ট করুন তারপরে কনভার্ট টু বৈশাখী বাটন প্রেস করুন। নীচের অংশে পেয়ে যাবেন বৈশাখী ফন্টে পরিবর্তিত ডেটা। এবার একই সাইট ব্যবহার করে বৈশাখী থেকে প্রয়োজন মতে ইউনিকোড বা বিজয় ফন্টে কনভার্ট করে নিতে পারেন।

কোন সমস্যার সম্মুখীন হয়ে এখানে একটা মেসেজ রেখে যেতে পারেন। অন্য ব্লগারের কোন পোসটও এভাবে আপনি বিজয় ডকুমেন্টে কনভার্ট করে নিতে পারবেন। তবে তার আগে ঐ ব্লগারের অনুমতি নিয়ে নিন যদি তা কপিরাইট মেটেরিয়াল হয়। কোন সমস্যা হলে জানাতে ভুল করবেন না এখানে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।