আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখী

নিঃসঙ্গচারি বৈশাখী মোঃ নওশাদ হসেন বৈশাখী এইবার তুমি ফের। ঐ হঠাৎ ফাগুনের আগুন যখন আস্তে আস্তে নিভে আসছে, ঠিক এমন এক বিকালে তোমার সাথে দেখা। সূর্য যখন বুকের সবটুক তাজা রক্ত ঢেলে পৃথিবীকে রাঙ্গাতে চাচ্ছে রক্তবর্ণে । তোমার কাল চুলগুল যেন উড়ছে এক অদ্ভুত রঙে । হারিয়ে যাচ্ছে আমার দৃষ্টিসীমা গ্রহ থেকে গ্রহান্তরের কোন কৃষ্ণবিবরে।

তোমাকে দেখলাম কিন্তু আমার দৃষ্টিশক্তি হারালাম। আমার এই ক্ষুদ্র চোখের সবটুক যায়গা রুদ্র বৈশাখী তোলপাড় করেছে বুজতে পারলাম। সেইদিন মাটিকালায়ের ক্ষেতের আইলে দাঁড়ানো বৈশাখী ,চোখ থেকে কবে যে হৃদয় রাজ্য জয় করল বুজতে পারিনি । মর্তের মানুষ হিসাবে বৈশাখীর সাথে আর দেখা হয়নি ,হয়েছে কল্পনার স্বপ্নলোকে । বার বার বৈশাখ ফিরে আসে ,শুরুহয় পান্তা উৎসব , মেলা ,তরুনি ,যুবতী ,আর রমণীদের বাসন্তির বর্ণিল সাজ, প্রকৃতির এই মহাময় সাজে আমার অন্ধ চোখ , খুজে ফেরে ক্ষণিক দেখা বৈশাখীকে, বৈশাখীএকবার ফের আমার শূন্য হৃদয় তটে ।

বিঃদ্রঃ মেয়েটির নাম ধাম জানিনা,বৈশাখের কোনোএক গোধূলি লগ্নে দেখা ,তাই নাম দিলাম বৈশাখী ...। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।