আমাদের কথা খুঁজে নিন

   

বড়লোকদের সহজে বিশ্বাস করবেন না, যতই তাদের ব্যবহার ভালো হোক না কেন। (জোক)



এক বিকালে শহরের নামকরা বড়লোক তার বিশাল লিমোজিন নিয়ে ভ্রমনে বের হলেন, হাটাত্ত কিছু দুর যাওয়ার পর দেখলেন ২ জন লোক মাঠে ঘাস খাচ্ছে তিনি গাড়ি থেকে নেমে তাদের জিগ্গেস করলেন কি ব্যাপার তোমরা ঘাস খাচ্ছ কেন ? তাদের একজন উত্তর দিলো স্যার আমরা এতই গরিব যে খাবার কেনার পয়সা নেই তাই আমরা এখানে ঘাস খাচ্ছি। বড়লোক : না না আমি তোমাদের কষ্ট সহ্য করতে পারিছি না, তোমরা আমা সাথে আমার বাসায় চলো। লোক : স্যার আমার সাতে আমার বউ এবং দুই বাচ্চা আছে .. বড়লোক : কোন সমস্যা নেই তুমি ওদেরকেও সাথে নাও, (অপর লোকটির দিকে তাকিয়ে বল্লেন) তুমিও আমাদের সাথে চলো। অপর লোক : স্যার আমার সাথে আমার বউ এবং ছয় বাচ্চা আছে। বড়লোক : আরেহ্ কোন ব্যাপার না তুমি ওদের কেও সঙ্গে নাও। এরপর সবাই মিলে গদাগদি করে লিমোজিন এ চেপে বড়লোকটির বাড়ির দিকে রওয়ানা হলো... লোক : স্যার আপনি অনেক দয়ালু আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের আপনার বাড়ীতে খেতে নিয়ে যাচ্ছেন, বড়লোক : আমি তা করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ আমার বাড়ীর লনের ঘাস গুলো ১ ফিট লম্বা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।