আমাদের কথা খুঁজে নিন

   

অর্থই সকল অনর্থের মুল না। অর্থই সকল অর্থের মুল। (গড়ীব+)(বড়লোকদের প্রবেশ নিষেধ)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

সবাই বলে অর্থই সকল অনর্থের মুল। আমি বলি না। কারণ: ১) অর্থের অভাবেই আজমেরির আজ ভাল চিকিৎসা হচ্ছে না। ২) অর্থের অভাবেই আমি পাঁচ বছর তিন মাস দশদিন পরিবারের কাউকে দেখি না।

৩) অর্থের অভাবেই হাজার হাজার শিশু সকাল বেলা স্কুলে না গিয়ে কাজে ঢুকে। ৪) অর্থের অভাবেই শীতের রাতে হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা ষ্টেশনে রাত কাটায়। ৫) অর্থের অভাবেই স্কুলের ফাষ্ট হওয়া ছেলেটি কেন্দ্রিয় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনা। ৬) অর্থের অভাবেই ভাল ভাল ছেলে গুলো হলে থেকে লেখা পড়া করে আর নির্মম ভাবে মরে। ৭) অনেকে আবার অর্থের অভাবেই ভয়াল পপলেটিক্স করে, আর মানুষত্ব হারায়।

৮) অর্থের অভাবেই আমাদের সরকার গুলো বিদেশে বিদেশে গিয়ে মানুষের নিকট হাত পাতে। ৯) অর্থের জন্যেই ভাল ভাল ও যোগ্য যোগ্য মানুষ গুলো ইলেকশনে নমিনেশন পায় না। পায় বৃত্তবান অমানুষ গুলো। ১০) অর্থের অভাবেই বিসিএসের মত পরীক্ষার প্রশ্ন পত্র ফাস করে দিতে বাধ্য হন আমাদের জাতীয় গুরুরা। ১১) অর্থের অভাবেই মসজিদের ঈমাম সাহেব জাকাতের টাকা খেতে বাধ্য হন।

১২) অর্থের অভাবেই আবার কিছু কিছু পীর বেশি বেশি মুরীদ বানান। ১৩) অর্থের অভাবেই ইয়াং সুন্দরী সুশিল মেয়েটি হেটে হেটে স্কুল কলেজ মাদ্রাসায় যায় আর নির্যাতিতা হয়। অন্য দিকে, ইয়াং ছেলে গুলো অর্থের অভাবে বিয়ে করতে দেরি করে আর উগ্র হয়ে উঠে এক পর্যায় অনেকে কুকাম ঘটায়। ১২) অর্থের অভাবেই ইরাক ফিলিস্তিন আফগান ভারী অস্র কিনতে পারেনা আর অগ্রাসিদের রোধ কারাও সম্ভব হয় না। ১৩) অর্থের অভাবে ব্রীজ করা হয়না বলে, মানুষ অতিরীক্ত যাত্রী সহ লন্চে চড়ে আর ডুবে ডুবে মরে।

১৪) অর্থের অভাবেই দেশের ৭০% মানুষ ভাল চিকিৎসা থাকতেও সেই সুযোগ নিতে পারে না। ১৫) অর্থের অভাবেই আজ লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর বিদেশে দিন কাটায়, এটা যারা কাটায় তারাই বুঝে অর্থ কি সকল অনর্থের মূল নাকি অর্থের মূল। কবতে: অর্থ নাকি মেলে না কোথাও, কে বলেছে ভাই? এই দেখ না কত অর্থের খবর দিয়ে যাই। অর্থ মিলে পলিটিক্সে অর্থ মিলে ধান্দায় অর্থ মিলে অর্থ থাকলে আর- অর্থ মিলে চান্দায়। ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.