আমাদের কথা খুঁজে নিন

   

'এ কারণেই সব দেশে সেনাবাহিনীকে ব্যারাকে রাখা হয়'..

৭১ এ ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারি নাই, এই আক্ষেপ ফুরাবার না

'এ কারণেই সব দেশে সেনাবাহিনীকে ব্যারাকে রাখা হয়। জনগনের সাথে মেশার সুযোগ দেওয়া হয় না। এখন এদেরকে জনগনের সাথে ময়দানে নামিয়ে দেওয়ার কারণে এ জাতীয় কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সব দেশেই দেখা যায় যে, সেনাবাহিনীকে ময়দানে ছেড়ে দিলে এমন অবস্থা হয়। সেনাবাহিনীর নৈতিক মানের উন্নয়ন ছাড়া তাদেরকে জনগনের মধ্যে কিছুতেই ছেড়ে দেওয়া উচিত নয়'।

সংবিধবদ্ধ সতর্কিকরণ-এই কথাগুলো মোটেই বর্তমান বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। কেউ তা মনে করলে নিজ দায়িত্বে করবেন। কোথা থেকে পেলাম: কথাগুলো মেজর জেনারেল রাও ফরমান আলীর। সত্যতা ও সন্দেহ: আর তার এই কথাগুলো উল্লেখ করেছেন গোলাম আযম , তার আত্মজীবনী জীবনে যা দেখলামের তৃতীয় খন্ডে। পাকিস্তান সেনাবাহিনীর এক সৈনিক কর্তৃক এক বাঙ্গালি নারী ধর্ষনের প্রতিবাদ করে তিনি নাকি এর প্রতিকার চেয়েছিলেন মে. জে. ফরমান আলীর কাছে।

সে সময়ই ফরমান আলী এসব কথা বলেন বলে গোলাম আযম লিখেছেন। বিশ্বাসযোগ্যতা-গো আযম এমন এক ব্যক্তি যার কোনো কথাই বিশ্বাসযোগ্য না। তবুও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই পোস্ট লিখলাম। আবারো বলি ফরমান আলীর এই কথা কিছুতেই বর্তমান বাংলাদেশের দেশপ্রেমিক ভাইদের নিয়ে নয়। নিজ দায়িত্বে তা ভেবে আমারে ফাসাইয়েন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.