আমাদের কথা খুঁজে নিন

   

কতগুলো দৃঢ় ক্‌ষ্ট বলছি

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

পৃথিবীতে রাত্রি জাগরনের অর্থ আছে - বুকের ভেতর , আঁধার আকাশে ভেদ করে উঠা তারা - কুলকুল নদীতে । আর পৃথিবী থেকে দেখতে পাওয়া তারারা - কুলকুল নদীতে । আমার ভেতর কিশোরী মনের মৃতদেহ - কুলকুল নদীতে । আমি আছি এই রাত্রি জাগরনে - কুলকুল নদীতে । এই পৃথিবীতে এই রাত্রি জাগরনের অর্থ আছে ।

কিন্তু তোমাকে নিয়ে কোন স্তুতি কবিতা লিখতে পারছি না , অভ্যাস হয়ে গেছে - তিক্ত নিঃশ্বাসের আর প্রশ্বাসের লেপালেপিতে উকি দিচ্ছেনা ফুলের সুগন্ধের প্রতিলিপিগুলো । অশ্রুরা কতকাল অসুস্থ !! যেমন অসুস্থ হয়ে গেল - ইউটোপিয়া থেকে শুরু হওয়া সুখের কল্পনা থেকে এখনকার সুখ - প্যরিসের এফ-টিভির যোনী ও লেবু স্তন স্ব্‌র্বস্ব নারী মডেলকে দেখে হতাশ উত্থিত প্রপঞ্চের সুখ । পূজিবাদ পতিতার , গ্লোবালাইজেশনের অর্ন্তবাস পরে দরকষাকষি, ইয়াবা রাঙ্গা অশ্লীল সুন্দর - আর ৩২ টাকা চলের কেজি ! আর উগান্ডার চোয়াল ভাংগা শিশুর হৃদপিন্ডের সুখ , পদানত স্ব্‌র্গীয় মাছি ভরা খাবার ! - বন্ধু আমার, সভ্যতাকে গাল দিয়ে আদিম থাকতে চায় । - বন্ধুটি আমার , তবে কুলকুল নদী তে আয় ! আমি খারাপ হতে পারি , - তবু একটু ও তো ভালো । আমার দিকে তাকায় অশ্রুরা - কতকাল অসুস্থ ! তাই বলছি - পৃথিবীতে রাত্রি জাগরনের অর্থ আছে ।

কতগুলো দৃঢ় কষ্ট বলছি ...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।