আমাদের কথা খুঁজে নিন

   

মাঝে মাঝে শকুন দেখা ভালো । কেন ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

মাঝে মাঝে শকুন দেখা ভালো । কেন ?? আমরা বাঙালি জাতি নাকি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ । এটা আমার জরিপ নয় , নয় কোন বিশেষ তরল কিংবা বায়বীয় পদার্থের গুনে বকবক ।

এটি বোধহয় (এই মুহুর্তে মনে করতে পারছি না) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোন একটি বিশেষ জরিপের ফলাফল । আর কারণ হিসেবে দেখানো হয়েছিল অনেকগুলো বিষয় । তারমধ্যে অন্যতম আমাদের স্বল্প স্মরণ শক্তি । আমরা দ্রুত অতীত ভুলে যাই । আমরা খুবই ক্ষমাশীল এবং আন্তরিক ।

এরকম নানাবিধ কারণ । হয়তো রাজাকাররাও এটা জেনে গেছে তাই গলা ছেড়ে বলতে শুরু করেছে ..... আমি কলা খাই নাই । না না আমরা অনেক কষ্টে কলা খোড় রাজাকারদের(কিংবা আঙ্গুল ফুলে কলাগাছ) মনে রেখেছি কিন্তু কদ্দদিন পারব , কে জানে ?? আমরা আবার জগতের সবচেয়ে সুখী মানুষ কিনা !! তাই মাঝে মাঝে শকুন দেখা ভালো তাতে স্মরণ শক্তি বাড়ে । সুখী হতে আমাদের আপত্তি নাই । ক্ষমাশীল , আন্তরিক হতেও দোষ নাই ।

এটাই বাঙালির বৈশিষ্ট্য । আমাদের চারিত্রিক মহত্ব । (তবে এসব গুন যাদের মধ্যে পাবেননা ধরে নিতে হবে তারা বাঙালি নন , হয়তো তারা স্বিকারও করতে চাননা , যেহেতু এই ভূখন্ড তাদের আবাস তাহলে বাংলাদেশী হতে পারে। এই সব পাবলিক লোভী এবং বিশেষ অন্ধ হবার চান্স বেশী । তবে আদিবাসীগণ এই সম্ভবনার বাহিরে ।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.