আমাদের কথা খুঁজে নিন

   

আমিরাতে শীতের আভাস



পাঠক বন্ধুরা উপরেরর ছবিটা দেখলে অবশ্যই মনে হবে অবশ্যই কোন শীত প্রধান দেশের। আসলে ব্যাপারটা পুরোটাই উল্টো। ছবিটা এমনই একটা দেশের যেখানে তাপমাত্রা ৪৮ ডিগ্রী পর্যন্তও হয়। আসলে এটা ইউনাইটেড আরব আমিরাত (ইউ.এ.ই.) এর ছবি। এইতো সেইদিন ছোট মামার সাথে দুবাই এয়ার পোর্টে যাচ্ছিলাম মামা বলল দুবাই এর সুইজারল্যান্ড দেখেছো।

আমি তো একেবারে এটা আবার কি? তখন মামা মল অফ এমিরেটস্ সপিং মল এর গ্রাউন্ড ফ্লোরে গাড়ীটা পার্কিং করে বলল চল দেখেই আসি। ভিতরটা সুন্দর সাজানো গোছানো। পুরোটা মার্কেট। একটা অংশের তাপমাত্রা -১ ডিগ্রী। ভিতরে প্রবেশ মূল্য ৫০ দিরহাম।

রীতিমত টিকেট কেনা হল। ভিতরে যাবার জন্য আলাদা পোশাক দেওয়া হল। পোশাক পরে ভীতরে ঢুকতেই মনে হল শত শত বরফের ছুরি দিয়ে কে যেন আমাকে আমার চেহারায় আঘাত করছে। তবে কিছুক্ষন পরে সেই অনুভুতিটা কিছুটা হলেও কম মনে হল। পুরো এরিয়াটা বরফ আর বরফ কেই বরফে স্কেটিং করছে, কেউ কাউকে বরফ ছুড়ে মারছে।

স্কেটিং করতে দেখে আমারও খুব শখ হল বরফে স্কেটিং করার। যেমন শখ তেমনই কাজ টিকেট নিলাম স্কেটিং করার জন্য আমাকে স্কেটিং করার জন্য মাথায় হেলমেট ও স্কেটিং এর সকল সরঞ্জামাদী দেওয়া হল আমিও শুরু করলাম। কিন্তু কে জানে ওটা এতটাই কঠিন। (বাকীটা পরে লিখব, আসলে আমার হাতে এখন সময় নেই)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.