আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি পারব না প্রাপ্তি'র চিকিৎসা সম্পূর্ণ করতে? আমরা কি পাব না রাহেলা'র বিচার?

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

"প্রাপ্তি" - এদেশের ব্লগারদের জন্য এক পরম আবেগের নাম। সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করলে যে অসম্ভবকেও জয় করা সম্ভব তা প্রমাণ করেছিল তখন এই দেশের ব্লগাররা। ক্যান্সার আক্রান্ত প্রাপ্তিকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন অনেকেই। কিন্তু প্রাপ্তির চিকিৎসা এখনো সম্পূর্ণ হয়নি।

প্রয়োজন আরো অর্থের। "রাহেলা" - এদেশের নিপীড়িত সমাজের এক জ্বলন্ত উদাহরণ। চরমভাবে নির্যাতিত হয়ে চলে গিয়েছে ও আমাদের মাঝ থেকে। পায়নি কোন বিচার। ওর নির্যাতনকারীরা আজও ঘুরে বেড়ায় সদর্পে।

কিছুদিন আগে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেঃজেঃ মীর শওকত আলী বলেছিলেন যে, আমরা আমাদের তরুণদের আচার-আচরণ শেখাতে পারিনি। স্বাধীন দেশের একটি তরুণ এখনও ঠিকমত কথা বলতে বা আবেগ প্রকাশ করতে শেখেনি। এই জন্যই সম্ভবত আমরা যে কাজগুলো করি তার সবকিছু শুরু করি প্রচন্ড আবেগ নিয়ে, কিন্তু সেভাবে শেষ করতে পারিনা - সেটা এদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেই হোক আর প্রাপ্তি বা রাহেলা'র ঘটনাই হোক। অবশ্য মাঝে মাঝে এর ব্যাতিক্রমও হয়। মিস ভেলরী টেইলরের ঘটনায় আমরা দেখিয়েছিলাম কোন কিছুর পিছনে লেগে থাকলে আমরাও পারি।

প্রাপ্তি বা রাহেলা'কে দূরের কেউ না ভেবে চিন্তা করুন তো - এই দু'জন আপনার পরিবারের কেউ। কেমন লাগবে? যদি সত্যি আপনার পরিবারের কেউ হত, পারতেন এভাবে মাঝ পথে থেমে যেতে?তাকিয়ে দেখুন তো ঐ হাসি মুখটি'র দিকে। কি মনে হয়? ওর দিকে তাকালে আমার মনে হয়,এরকম একটি ফুটফুটে শিশুর কেন এমন হল? কেন আমার হল না! প্রাপ্তি বা রাহেলা' কেউ কিন্তু আমাদের কাছে সাহায্য চায়নি। কেনই বা চাইবে বলুন? প্রাপ্তি তো একটি অবুঝ বাচ্চা, যা হয়েছে সেটার জন্য তো ও দায়ী নয়। সাহায্য নয়, দায়িত্ব পালন করবেন।

প্রাপ্তিকে সুস্থ করা রাহেলা'র বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। রাহেলা'র ঘটনাটি হঠাৎ করে নাড়া দিয়ে যেন আবার হঠাৎ করেই চুপ হয়ে গেল। বিচার কাজ একরকম থমকে গিয়ে পরবর্তী শুনানী'র দিন নির্ধারিত হয়েছে জানুয়ারি ০৬,২০০৮। এখনও অনেক সময় আছে আমাদের হাতে। এই সময়টিতে আমরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করি, আমরা যদি চেষ্টা করি সম্ভব হবে বিচার নিশ্চিত করা।

এদেশে বেঁচে থাকতে হলে অনেক সময়ই অন্যায়কে মুখ বুজে মেনে নিতে হয়। বিবেকের দংশনে তাড়িত হতে হয় প্রতিনিয়ত। মাঝে মাঝে মনে হয় আমরা কি মানুষ? কিভাবে সহ্য করছি এত অন্যায়?নিজের কাছেই ক্ষুদ্র হয়ে যেতে হয় নিজেকে। আলাদাভাবে আপনি বা আমি হয়ত কিছুই করতে পারব না। কিন্তু আরিফ জেবতিকের ভাষায় "দুই পয়সা'র" মানুষ আমরা সবাই যখন এক হব, তখন কিন্তু অনেক কিছুই করা সম্ভব।

আবার তাকান, ঐ হাসিটার দিকে। এটি এমন এক হাসি, যা দেখলে সকল ক্ষুদ্রতা দূর হয়ে যায়। মনে হয় ঐ হাসিটা'র জন্য অনেক কিছুই করা সম্ভব। এই ছোট্ট মানুষটার হাসিকে আমরা কি আরো বড় করতে পারি না? পারি। শুধু আপনার হাতটি দিন,আবারও দেখিয়ে দিই হৃদয়ভরা ভালবাসা দিয়ে আমরা সবকিছু জয় করতে পারি।

চলুন না, আবারও মানবতার পরিচয় দেই। প্রাপ্তির চিকিৎসা আর রাহেলা'র বিচারের জন্য আমরা প্রাণপনে চেষ্টা করি যেন অন্তত নিজের কাছে নিজেকে মানুষ হিসেবে দাবী করতে পারি। ====== প্রাপ্তির ব্যাংক একাউন্ট এবং যোগাযোগের ঠিকানা: SARIA TASNIM 91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA , TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH TEL : 88 02 9139583 (Resident) 88 02 9120942 ( Office) 88 01713018293 / 01819 210 290(Mob) Bank Address : SARIA TASNIM A/C NO. 4950 BEGUM ROKEYA SHORONI BRANCH (OLD NAME IS WEST KAFRUL BRANCH) JANATA BANK , DHAKA ANOTHER BANK ADDRESS : SARIA TASNIM A/C # 018 031 0011528 FOREIGN EXCHANGE BRANCH CHINI SHILPO BHABAN JAMUNA BANK LIMITED DHAKA , BANGLADESH ====== প্রাপ্তি কে নিয়ে যত পোস্ট: পিয়াল ভাইয়ের পোস্ট সাদিক ভাইয়ের পোস্ট প্রাপ্তির ফুফু'র পোস্ট কৌশিক আহমেদের পোস্ট সামী মিয়াদাদের পোস্ট প্রাপ্তিকে নিয়ে বিহংগের কবিতা ====== রাহেলাকে নিয়ে যত পোস্ট রাহেলা'র জন্য অনলাইন পিটিশন রাহেলা'র বিচারের সর্বশেষ আপটেড রাহেলার জন্য সুবিচার চেয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্যাথরিন বি. ওয়ার্দের "নিউ এইজ" এর লেখাটি ক্যাথরিন বি. ওয়ার্দের ইংরেজী ব্লগ রাহেলার জন্য গুগুল গ্রুপ রাহেলা'র জন্য ফেইসবুক গ্রুপ আগুনের পরশমনি-মানবী গ্লোবাল ভয়েস অনলাইনের ইংরেজী ব্লগ নারী জীবন ইংরেজী ব্লগ গ্লোবাল ভয়েস অনলাইনের বাংলা ব্লগ মানবীর পোস্ট মানবীর আপটেড আরিফ জেবতিকের আবেদন আরিফ জেবতিকের ভাবনা জ্বিনের বাদশা'র পোস্ট ফয়সাল নোই এর পোস্ট চ্যানেল আই টিভি রিপোর্ট ডেইলি স্টার নিউজ লিংক দৈনিক সংবাদ একরামুল হক শামীমের পোস্ট অমিত আহমেদের পোস্ট আবদুল্লাহ আল মাহবুবের পোস্ট মৃদুলের লেখা মিহির সাঁওজালের লেখা সকল পোস্টের লিংক লাল দরজা'র পোস্টে মনোজ মুকুটের কথা রাহেলা'র জন্য কবিতা রাসেলের পোস্ট রাসেলের পোস্টের যুক্তি খন্ডন হাই৫ গ্রুপ ম ন ফরিদের ব্লগ রাহেলাকে নিয়ে আমার ব্লগ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.