আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঝরের স্বপ্ন রঙ্গ !

পরিবর্তনের জন্য লেখালেখি

শব্দ চটুল ছন্দ খেলায় এই না দিনের ঘোরে স্বপ্ন রঙিন লুটোপুটির রাত গিয়েছে ভোরে সেই ভোরে নেই হাত ডোরে যেই আজ তোমাকে কাছে দূর আকাশের চাঁদটা যেমন এই এখানেই আছে যেমন ধরো জোছনা পরো রাতের শাড়ির পাড়ে তারায় তারায় আঁচল হারায় অতল সাগর তারে ঢেউ এর আদর হিমের চাদর মন ডিঙার ঐ পালে মন ভেজাবো লোনা হাওয়ায় চোখ ডুবিয়ে গালে এই না সময় মেঘ জ্বালাময় বজ্র নিনাদ শোনা শব্দ নীড়ে জব্দ ভিড়ে অনুভূ একজনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।