আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঝরের স্বপ্নভঙ্গ...

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

এই সোজা চলে যাওয়া পথটার ঠিক শেষ মাথায় একটা মহীরুহ, আর তার পাশেই নদী । কলকল করে বয়ে যাওয়া । চুপচাপ বসে থেকে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না । প্রায়ই বিকেলে রওনা দিতাম । যেতে যেতে সন্ধ্যা মিলাতো ।

পুরো পথটা হেঁটে শেষ মাথায় যেতে কিছুটা গা ছমছম ভাব । তারপর আলো আঁধারির মাঝে বসে থাকা । দশটা, সাড়ে দশটা পর্যন্ত । গাছটার ঠিক নীচে বসা যেত না, বসতে হত পথের উপর । সামনে ,পিছনে,বাঁয়ে নদী ।

ডানে লম্বা সোজা পথ আঁধারে ঢাকা । নদীর গা জুড়ানো শীতল হাওয়া । আর ভাবুক মনের কাটাকুটি খেলা । ভাবনার দোলাচালে মিছেই নিজেকে তাড়িয়ে বেড়ানো । "এই আঁধারে ভুল করে হায় আলো মিছেই খুঁজি ।

মেঘ মরুতে যায় কি দেখা " । তারা ভরা আকাশের প্রতিচ্ছবি দেখা যেত নদীর জলে । দেখতে হলে যেতে হত নদীর কিনারায় । কেউ কেউ সাইকেল ফেলে, ঝুড়ি নিয়ে মাছ ধরত । শখের বশে মাছ ধরা ।

রাত হলে নদীও কি অদ্ভুত রহস্যময় সুর তুলে । নদীর স্রোতের জীবন্ত ডাক, সুরেলা অনুরণন শোনা যায় তখন । আমার ভাবনার সাম্রাজ্য জুড়ে থাকত ধাঁধা । যদি ফিরে আসার পথ না থাকত । আর এই রাত শেষে যদি ভোর না হত ।

তবে সেই গা ছমছম রহস্যের তীরে... মৃদুমন্দ মিষ্টি হাওয়ায়... বসে থেকেই, সারাজীবন কাটিয়ে দেয়া যায় । পকেটে থাকা সেলফোনটা নদীর মাঝে ছুঁড়ে দিতে ইচ্ছে হতো । চাইলেই কি আর সব বাঁধন ছেঁড়া যায় ? এক অদৃশ্য সূতোর বাঁধনে সবাই যে বন্দী । কেন্দ্রাবিমুখী বল যতই শক্তিশালী হোক না কেন একমাত্র মৃত্যুই পারে শুধু কেন্দ্রাকর্ষী বলকে পুরোপুরি ছাড়িয়ে যেতে । কি ? বুঝলেন না ত ।

বুঝে কাজ নেই । তারচেয়ে বরং একটা awesome গান শুনুন । এফএলভি ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।