আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদি বাদ, মালিক-কামরানের ‘শেষ সুযোগ’

আগামী জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান দলে জায়গা পাননি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দলে রাখা হয়েছে শোয়েব মালিক ও কামরান আকমলকে। তবে দলের এই জ্যেষ্ঠ দুই ক্রিকেটারকে নির্বাচকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজেদের প্রমাণ করার জন্য এটাই তাঁদের ‘শেষ সুযোগ’।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, গতকাল সোমবার লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ইকবাল কাশিম। তবে দল চূড়ান্ত করা হয় গত সপ্তাহে।

পরে তা অনুমোদনের জন্য পাঠানো হয় বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফের কাছে। নানা বিতর্কের পর দলে দুটি পরিবর্তন আনা হয়। মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারিস সোহায়েলকে সরিয়ে উমর আমিনকে আনা হয়েছে। আইজাজ চিমাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজকে।
ইকবাল কাশিম জানিয়েছেন, বল হাতে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন আফ্রিদি।

প্রধান নির্বাচক বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আফ্রিদির বোলিং মানসম্মত ছিল না। মূলত বোলার হিসেবে জায়গা পেলেও উইকেট শিকার করতে পারেননি তিনি। ’
ইকবাল কাশিম বলেন, ‘দলের দুই জ্যেষ্ঠ ক্রিকেটার শোয়েব মালিক ও কামরান আকমলকে নির্বাচকেরা সতর্ক করে দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হলে জাতীয় দলের হয়ে এটাই হবে তাঁদের শেষ সফর। ’
নির্বাচকদের এই সতর্কবার্তা হালকা করে দেখার সুযোগ নেই।

দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল শহীদ আফ্রিদিকে। তবে মূলত বোলার হিসেবে সুযোগ পেয়েও পুরো সিরিজে কোনো উইকেটের দেখা পাননি তিনি। এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেলেন না আফ্রিদি। নির্বাচকদের হুমকি সত্যি হলে পাকিস্তান দলে আফ্রিদি-অধ্যায়ের সমাপ্তি বোধ হয় এখানেই!
ওয়ানডে সিরিজে অংশ নিতে আগামী মাসে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। সেখান থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানি ক্রিকেটাররা যাবেন ইংল্যান্ডে।

লর্ডসে তিন বছর আগে বাট-আসিফ-আমিরের স্পট কেলেঙ্কারির পর এটি হবে পাকিস্তান দলের প্রথম ইংল্যান্ড সফর।
পাকিস্তান দল: নাসির জামশেদ, ইমরান ফারহাত, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, মিসবাহ-উল-হক (অধিনায়ক), শোয়েব মালিক, উমর আমিন, কামরান আকমল, সাঈদ আজমল, আবদুল রেহমান, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, আসাদ আলী, এহসান আদিল ও ওয়াহাব রিয়াজ। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.