আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত কবিতার পরিসর বেড়ে যাওয়া : সূর্যস্নানের প্রহর

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

প্রখরতায় ডুবে গুনি সূর্যস্নানের প্রহর নিয়ন আলোয় হাটতে দেখি ব্যস্ত এই শহর, বৃষ্টিভেজা এই শহরে অনেক ব্যবধান স্মৃতিঘেরা খাতা থেকে হারায় অভিমান। অভিমানের পথে ফেরার শেষ হয় না তাগিদ সূর্যমুখী স্বপ্নেরা সব কেড়ে নেয় নিদ, আলোকবর্ষ দুরের পানে অবাক প্রত্যাশা জেগে থাকার ইচ্ছে থেকে ঘুমের পিপাশা। ### গত ৫ অক্টোবর আমি একটা পোস্ট দিয়েছিলাম অসমাপ্ত কবিতার একটি লাইন শিরোনামে। কবিতাটির মাত্র একটা লাইন লেখা হয়েছিল তখন। সেই সময় কয়েকজন ব্লগার কবিতার বিভিন্ন লাইন প্রস্তাব করেছিল।

বিথী নামের একজন ব্লগার কবিতাটির দ্বিতীয় লাইন প্রস্তাব করেছিল। উদাসী স্বপ্ন তখন আমার প্রথম লাইন আর বিথীর দ্বিতীয় লাইন নিয়ে দশ লাইনের মাধ্যমে কবিতাটি শেষ করেছিল। আমি বিনয়ের সাথে জানাতে চাই কবিতাটি এখনো অসমাপ্তই রয়ে গেছে। তবে বেড়েছে এর পরিসর। একলাইন থেকে আটলাইনের অসমাপ্ত কবিতা হয়েছে।

আমার এই অসমাপ্ত কবিতাটির আটটি লাইন নিয়েই আলাদা এই পোস্টটি দেয়া হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।