আমাদের কথা খুঁজে নিন

   

শীতের হাওয়ায় লাগলো নাচন



আজ একটু শীত শীত লাগছে। কাল অতটা ছিল না। শীত এলে খুব মজা। জ্যাকেট পড়া যায়। ছোটবেলায় শীতের পথ চেয়ে বসে থাকতাম।

নভেম্বরের শেষ থেকে ১০/১২ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হতো। তারপর একেবার জানুয়ারীর শেষ পর্যন্ত ছুটির আমেজ থাকতো। ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ফিল্লিং মারা সব কিছুর জন্যই শীতকাল আদর্শ সময়। একবার ক্লাস সিক্সে থাকতে প্রিয় ঋতু কি প্রশ্নের জবাবে শীত বলায় ক্লাস টিচার কালিনাথবাবু খুব রূঢ়ভাবে বলেছিলেন গাদা গাদা শীতের কাপড় থাকলে মানুষের কষ্ট আর চোখ পড়ে না। সেই থেকে প্রতি শীতেই সাধ্যমতো শীতের কাপড় দেই গরীব মানুষকে।

কিছুদিন আগে এক বন্ধু বললো গরীব মানুষকে কাপড় দিলে ওরা সেটা বিক্রি করে দেয়। আগ তো খেতে হব কিছু তারপর শীত নিবারন। মন খারাপ হয় গেল। আমরা দান করে বিবেককে কতটা দায়মুক্ত করতে পারি_ আমার দানে যদি দারিদ্র্যের মূল কারণ দূর না হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।