আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রি হচ্ছেন আপনি এবং আপনার ফেসবুক লাইক

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত। কোথায় যেন শুনেছিলাম, আপনাকে যখন কোন কিছুর জন্য পে করতে হচ্ছে না, তার মানে বুঝে নেবেন যে আপনি নিজেই পণ্য। আপনি কি জানেন যে ফেসবুকে আপনি একটা পণ্য মাত্র? আপনি জানেনও না আপনাকে কয়বার বিক্রি করা হয়েছে। না আমি মার্ক জাকারবার্গের কথা বলছি না। আপনাকে বিক্রি করছে ক্লাস এইট নাইনে পড়া লাফাঙ্গা পোলাপান।

কাবা ঘরের জন্য কয়টি লাইক, কিংবা যারা মা কে ভালবাসেন তারা লাইক দিন ইত্যাদি কথায় ধর্মীয় জোশে কিংবা ইমোশনাল হয়ে আপনি যেই লাইক দিচ্ছেন, সেগুলো বিক্রি করা হচ্ছে দেদারসে। আপনিই পণ্য। প্রকার ভেদে প্রতি ১০০০ লাইক বিক্রি হয় ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। চটি পেইজ কিংবা অশ্লীল পেইজ তো আছেই। পেইজ গুলো প্রোমোট করার জন্য যে এরা কতটা নিচে নামতে পারে আপনার ধারণাও নেই।

সানি লিওনির ছবি পোস্ট করে পরক্ষণেই কাবা ঘরের ছবি পোস্ট করে। আর মুমিন মুসলমান সেগুলো দেখে সুবহানাল্লাহ জপতে থাকে। মহানবীর (স) এর রওজার ছবিতে লাইক না দিলে নাকি আপনি কাফির হয়ে যাবেন, কিংবা শেয়ার না করলে আপনি মুসলিম থাকবেন না, কিংবা কোন ছোট বাচ্চা নামাজ পড়তেছে সেটা দেখিয়ে, কিংবা অশ্লীল জোক্স পোস্ট করে যে যেভাবে পারে লাইক আদায় করছে। যে কেউই কয়েক ক্লিকে ফেসবুক পেইজ খুলে ফেলতে পারার সুবিধা যোগ করায় পর্ণ পোস্ট করা, অশ্লীল ছবি কিংবা চটি পোস্ট করা নোংরা এই পেইজগুলো বন্ধ করা একরকম অসম্ভব। আর পেইজের অ্যাডমিনেরা বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়স্ক কিংবা বয়স্ক হলেও কুরুচিমনা এবং বেশ কয়েকজন আছে মাদকাসক্ত।

যাদের পেইজে লাইক দিয়ে আপনি তাদের দলেই ভিড়ছেন না? প্রাইভেসির লঙ্ঘন, ভাইরাস, ফিশিং কিংবা স্ক্যামের ঝুঁকির কথা আপাতত চিন্তা নাই করলাম আপাতত। এরা কয়েকজন্য এতটাই অশিক্ষিত যে ফ্যান বানানটাও ঠিকমত লিখতে পারে না। বাংলিশও লিখে মুরাদ টাকলা স্টাইলে। কথা গুলো অতিরঞ্জিত মনে হচ্ছে? চিন্তা করুন, যদি টাকা পয়সার ব্যাপার জড়িত না থাকত, তাহলে এরা দিন রাত নিজের ঘুম হারাম করে সারাদিন পোস্ট দিয়ে লাইকের জন্য এত কান্নাকাটি করবে কেন? আরে ভাই, কাম অন, একটু মাথাটা খাটিয়ে চিন্তা করুন। কখনো সন্দেহ হয় নি আপনার যে পেইজগুলো কেন আরেক পেইজে লাইক দিতে বলছে? এইটাকে বলে প্রোমোট করা, (অশিক্ষিত অ্যাডমিনগুলা অবশ্য একে বলে পমোড করা বলে জানে)।

এই প্রোমোট করাতেই কাহিনী শেষ না। এসফোরএস কিংবা এলফোরএল সহ আরো কি কি যেন আছে, সেগুলো নিয়ে পরে পোস্ট দেব। তবু বিশ্বাস হয় না? স্ক্রীনশটগুলো দেখুন। সবচেয়ে নোংরা পেইজেগুলোর অ্যাডমিন কয়েকজনের ফেসবুক আইডি নিচে দেয়া হল। Klanto Angkur Obishranto https://www.facebook.com/obishanto Bahar Hossain https://www.facebook.com/bahar.hossain Åvash Islam https://www.facebook.com/avs.islam Talash Mahmud Biswas https://www.facebook.com/talashmahamud ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.